দিদির ডাকে ব্রিগেড ছুটে এলেও আর ফেরা হল না বাড়ি! রাস্তাতেই লুটিয়ে পড়লেন আতুয়াল, সব শেষ…

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ব্রিগেডে জনগর্জন সভার (Brigade Jonogorjon Sobha) ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC)। ‘দিদি’র ডাকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল কলকাতার সব রাস্তাই যেন হয়ে উঠেছিল ব্রিগেড-মুখী। বিলাসবহুল গাড়ি চেপে সভাস্থলে পৌঁছেছিলেন নেতা-নেত্রীরা। অপরদিকে সাধারণ কর্মীরা এসেছিলেন ট্রেন, বাস কিংবা পায়ে হেঁটে। গতকাল সেই সভা শেষেই ঘটে এক হৃদয়বিদারক ঘটনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকে বিভিন্ন জেলা থেকে ব্রিগেডে ছুটে এসেছিলেন কর্মী-সমর্থকরা। গতকালের সভা ছিল একেবারে কানায় কানায় পূর্ণ। কর্মী সমর্থকদের সামনে দাঁড়িয়ে চব্বিশের লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে সভা শেষে আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক তৃণমূল কর্মী। তাঁর নাম আতুয়াল মণ্ডল। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে ঘাসফুল শিবিরের (Trinamool Congress) কর্মী-সমর্থকদের মধ্যে।

‘দিদি’র ডাকে গতকাল ব্রিগেড (Brigade) ছুটে এসেছিলেন আতুয়াল মণ্ডল। সভা শেষে বাড়ি ফেরার সময়ই হয় বিপত্তি। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ঢলে পড়েন মৃত্যুর কোলে। জানা যাচ্ছে, গতকাল বাসে চেপে জনগর্জন সভায় এসেছিলেন এই তৃণমূল কর্মী। সভা শেষে ফের বাস ধরার জন্য যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ টিকিট না মিলতেই গোসাঁ! তৃণমূল ছাড়লেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, ‘ভাইরাল’ চিঠি

আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পথেই লুটিয়ে পড়েন। রায়না ১ নম্বর ব্লক এলাকা থেকে গতকাল ব্রিগেড এসেছিলেন ঘাসফুল শিবিরের এই কর্মী। এরপর এসএসকেএম হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। ব্রিগেডে সভা শেষে এই হৃদয়বিদারক ঘটনা। শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল কর্মীদের মধ্যে।

tmc brigade jonogorjon sobha

আচমকা কীভাবে আতুয়াল মণ্ডলের মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। সেই শিবপুর গ্রাম থেকে তিনি ব্রিগেড এসেছিলেন বলে অনুমান করা হচ্ছে। কোনও কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর রাস্তাতেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সব শেষ! ‘দিদি’র ডাকে বাসে চেপে ব্রিগেড ছুটে এলেও, আর বাড়ি ফেরা হল না এই তাঁর!


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর