বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) পক্ষ থেকে মোটা টাকার জরিমানা আরোপ করা হয়েছে এইচডিএফসি ব্যাংকের উপর। আর বি আই ৫ লক্ষ টাকা জরিমানা করেছে দেশের প্রথম সারির এই বেসরকারি ব্যাঙ্কে। জানা গিয়েছে, এইচডিএফসি ব্যাঙ্ক NHB (National Housing Bank) এর নিয়ম অমান্য কড়ায় এই শাস্তির মুখে পড়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা একটি নোটিফিকেশনে বলা হয়েছে, এইচডিএফসি ব্যাংক কিছু গ্রাহকের ২০১৯-২০ অর্থবর্ষে ম্যাচুরিটি সম্পূর্ণ হলেও টাকা দিতে পারেনি। ব্যাংককে সেই কারণটি দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই উত্তরও ব্যাঙ্কে তরফ থেকে পাঠানো হয় আরবিআইকে।
আরবিআই বলেছে, ব্যাংকের উত্তর আমরা বিবেচনা করার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে গ্রাহকদের অভিযোগ সত্য এবং সেই অভিযোগের ভিত্তিতে জরিমানা আরোপ করা হয়েছে ব্যাংককে। আরবিআই-এর এই বিবৃতির পাল্টা বিবৃতি দিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। তারা জানিয়েছে, আরবিআই এর সমস্ত নিয়ম তারা মেনে চলবে।
প্রসঙ্গত, এইচডিএফসির পাশাপাশি আরবিআই আরোও একটি হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনকে ১১.২৫ লক্ষ টাকার জরিমানা করেছে। সেখানকার গ্রাহকরাও বিপাকে পড়েছেন। আইন অমান্য করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আরবিআই।