ট্রেনে ঘুমন্ত যাত্রীদের ওপর আচমকাই পড়ল গরম চা! কামরায় শুরু তুমুল হইচই, মর্মান্তিক মৃত্যু ২ জনের

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মধ্যপ্রদেশের সাগর জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই ট্রেন (Train) যাত্রীর মৃত্যু হয়েছে। ট্রেনের জেনারেল বগিতে চা ছিটকে পড়ায় শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। যার ফলে ট্রেনের (Train) গেটের কাছে বসে থাকা দু’জন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এমতাবস্থায়, দু’জন যাত্রীর দেহই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ। মৃতদের মধ্যে একজন গোরখপুরের বাসিন্দা। তবে, আরেকজন মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, চা বিক্রেতার গাফিলতির কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

ট্রেনের (Train) কামরায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা:

এই প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে GRP-র এক আধিকারিক জানিয়েছেন যে, গত শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে সাগর ও বিনা স্টেশনের মধ্যে জেনারেল বগির কয়েকজন যাত্রীর ওপর গরম চা ছিটকে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয়। এদিকে ট্রেন (Train) থেকে ঝাঁপ দিয়ে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। গরম চা ছিটকে পড়ে আরও তিন যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এমতাবস্থায়, যাত্রীরা ওই চা বিক্রেতাকে ধরে রেল পুলিশের হাতে তুলে দেয়।

A tragic incident happened in the train.

গরম চা ছিটকে পড়ায় শুরু হয় তুমুল বিশৃঙ্খলা: GRP-র ইন্সপেক্টর ববিতা কাথেরিয়া জানিয়েছেন যে, চা বিক্রেতা ভুলবশত ওই ভিড় ট্রেনের (Train) কামরার মেঝেতে বসে থাকা যাত্রীদের ওপর গরম চা ফেলে দেন। যার ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়ে যায়  চাঞ্চল্য। সেই সময়ে গেটের কাছে বসে থাকা ২ যাত্রী সম্ভবত ভয় পেয়ে লাফ দিয়ে দেন। যার ফলে তাঁরা দু’জনেই গুরুতর আহত হয়ে মারা যান। তিনি জানান, চা ছিটকে পড়ায় আরও ৩ জন যাত্রী দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন: সোনা-রুপোর দামে বিরাট পতন! ১ সপ্তাহে লাফিয়ে কমল দাম, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

চা বিক্রেতার ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে: এই বিষয়টির পরিপ্রেক্ষিতে রেল পুলিশ জানিয়েছে যে, ওই চা বিক্রেতা ডাবরার বাসিন্দা। তিনি ঝাঁসি থেকে ট্রেনে (Train) উঠেছিলেন চা বিক্রি করতে। স্লিপার কোচে চা বিক্রি শেষ করে তিনি জেনারেল বগিতে পৌঁছেছিলেন। চা বিক্রি করতে গিয়ে তিনি যখন থার্মস তোলেন সেই সময়ে, হঠাৎ সেটির ঢাকনা খুলে যায়। এমতাবস্থায়, থার্মসে ভর্তি গরম চা পড়ে বগিতে থাকা তিন যাত্রীর ওপর। তারপরেই শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি।

আরও পড়ুন: শেয়ার বাজারে রকেটের গতি! বিনিয়োগকারীরা পেলেন ৭ লক্ষ কোটি, হু হু করে সম্পদ বাড়ল আম্বানি-আদানির

মৃত্যু হয় দুই যাত্রীর: সেই সময়ে ট্রেনের (Train) দরজায় বসা দুই যাত্রী ভয়ে লাফিয়ে পড়েন। যার ফলে তাঁরা দু’জনেই গুরুতর আহত হয়ে মারা যান। বানগড় থানার ইন্সপেক্টর সত্যেন্দ্র ভাদৌরিয়া জানিয়েছেন, মৃতদের মধ্যে একজনের নাম যশবন্ত। যিনি গোরখপুর থেকে ট্রেনে উঠেছিলেন এবং পুণে যাচ্ছিলেন। তিনি বলেন, দ্বিতীয় ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। এদিকে, ওই চা বিক্রেতাকে আটকে করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর