বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন শিয়রে। আপাতত নির্বাচন নিয়েই ব্যস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জোরকদমে চলছে ভোট প্রচার। এসবের মাঝেই এক শিহরণ ধরানো ঘটনার সাক্ষী থাকল ভাঙর (Bhangar)। শনিবার সকালে একটি রক্ত মাখা ট্রলিব্যাগ উদ্ধার হয় সেখান থেকে। নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আজ সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম সেই ট্রলিব্যাগটি (Trolley Bag) দেখেন। পোলেরহাট কারিগরি ভবনের পিছনে পাচুরিয়া এলাকার খালে সেটি ভাসছিল। একজন স্থানীয় বাসিন্দা জানান, সকাল থেকে অনেকেই সেই ট্রলিব্যাগটি ভাসতে দেখেছেন। তবে ছেঁড়া ট্রলি ভেবে কেউ বিশেষ পাত্তা দেয়নি। কিন্তু ভালো করে দেখার পর বোঝা যায় সেটি নতুন এবং গায়ে লেগে রয়েছে চাপ চাপ রক্ত!
চেন থেকে শুরু করে ওপর অবধি, সর্বত্র রক্তের ছাপ ছিল বলে খবর। এরপর খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। লোক নামিয়ে খাল থেকে ট্রলিব্যাগটি তোলা হয়। দেখা যায়, সেই ট্রলিব্যাগের সারা গায়ে রয়েছে রক্তের দাগ। কিছু কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ পার্থ-অর্পিতাকে টেক্কা? মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার করল ED, পরিমাণ কত?
সেই ট্রলিব্যাগ একটু নাড়তেই ভেতর থেকে বেরিয়ে আসে টাটকা রক্ত। এরপর আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এখনও ব্যাগটি খোলা হয়নি বলে খবর। ফলে তার ভেতর কী আছে তা নিয়ে জমাট বেঁধেছে রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
সন্দেহজনক লাল রঙের সেই ট্রলির ভেতর কোনও দেহ আছে কিনা সেটাই খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেওয়া হয়েছে। তাঁরা আসার পরেই ব্যাগটি খোলা হতে পারে বলে অনুমান। উল্লেখ্য, ভাঙর এলাকাটি এমনিতেই তপ্ত। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনার আরও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মনে করা হচ্ছে, লাল রঙের এই ট্রলিটি বাইরে থেকে এনেই এখানে ফেলা হয়েছে। তবে তার ভেতর কী রয়েছে, সেটা জানা যাবে ব্যাগ খোলার পরেই।