সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন বৈষ্ণবঘাটায়, যানজটে স্তব্ধ হল বাইপাস

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের শহরে ভয়াবহ দুর্ঘটনা। ফের একবার আগুন লেগে দুর্ঘটনা পরিস্থিতির সম্মুখীন হল শহর কলকাতা। আচমকাই আগুন ধরে গেল একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে। দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে। জানা গেছে, দুর্ঘটনাস্থলের সামনেই রয়েছে একটি গ্যাসের গোডাউন।

ট্রাকটি সেখানেই যাচ্ছিল সিলিন্ডার ডেলিভারি করতে। ডেলিভারি পয়েন্টের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল ট্রাকটি। তবে সিলিন্ডারগুলি নামানোর আগেই আগুন ধরে যায় ট্রাকে। ট্রাকটি জ্বলতে শুরু করে বীভৎস ভাবে। এই ঘটনার ফলে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর দমকলের তিনটি ইঞ্জিন ট্রাকের আগুন নেভানোর জন্য তড়িঘড়ি পৌঁছায় ঘটনাস্থলে। আগুন নেভানোর কাজ চলে দ্রুততার সাথে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আশঙ্কা থেকে যায় এই আগুন এলাকায় ছড়িয়ে পড়ার। জনবহুল এলাকা হওয়ায় সম্ভাবনা দেখা দেয় আশেপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ার। পরিস্থিতি মোকাবিলা করতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় বৈষ্ণবঘাটা থেকে পাটুলি পর্যন্ত। এর ফলে যানজটের সৃষ্টি হয় বাইপাসের উপর। চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।kolkata bus q3 1

উল্লেখ্য, কিছুদিন আগেই গড়িয়া স্টেশন এর তেঁতুলবেড়িয়া অঞ্চলে আগুন লেগে যায় একটি বাড়িতে। জ্বলতে থাকে বাড়ির দোতলা অংশ। বাড়িতে কেউ না থাকায় এড়ানো গিয়েছিল বড়সড় দুর্ঘটনা। এরপর দমকলের পাঁচটি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও, সম্প্রতি ট্যাংরার একটি প্লাস্টিক ও রবার তৈরির কারখানায় আগুন লাগে। দমকলের দশটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে সেই পরিস্থিতি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর