“আপনার মতো মেয়েদের জন্যই ধর্ষণ হচ্ছে”, ট্যুইটারে কটুক্তি নিধি আগরওয়ালকে

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক:  নির্ভয়া, আসিফা, প্রিয়াঙ্কা রেড্ডি এগুলো শুধু কতকগুলো নাম নয়। এগুলো এক-একটি ব্যর্থতার কথা মনে করায় দেশবাসীকে। কয়েকজন নিষ্পাপ মেয়েকে রক্ষা করতে না পারার ব্যর্থতা। প্রতিনিয়ত দেশের মহিলাদের উপর অত্যাচার হয়ে চলেছে। অকালে ঝরে যাচ্ছে প্রাণগুলো। কিন্তু এত কিছুর পরেও কিছু মানুষ আঙুল তুলছেন মহিলাদের উপরেই। আঙুল উঠছে তাঁদের চরিত্রের উপর, তাঁদের পোশাকের উপর। সাধারণ মানুষ থেকে তারকা এই দোষারোপের হাত থেকে রেহাই নেই কারওরই। এই কথাই প্রমাণ করে সোশ্যাল মিডিয়ায় কটুক্তির স্বীকার হলেন অভিনেত্রী নিধি আগরওয়াল।

সম্প্রতি ট্যুইটারে নিজের একটি ছবি শেয়ার করেন ‘আইস্মার্ট শঙ্কর’ খ্যাত দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়াল। ছবিতে তাঁর ‘ফ্রেশ লুক’ নজর কেড়েছিল নেটিজেনদের। কিন্তু সুর কাটল জনৈক এক ট্যুইটার ব্যবহারকারীর কথায়। ছবি দেখে হঠাতই নিধিকে কটু ভাষায় আক্রমণ করে বসেন ওই ব্যক্তি। তিনি মন্তব্য করেন, “আপনার মতো কিছু মহিলাদের জন্য অন্যান্য মহিলারা বাইরে ধর্ষণের শিকার হন। নিজের এই ধরণের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না।“

অবশ্য  নিধিও চুর করে বসে থাকার মেয়ে নন। ওই ব্যক্তির নাম প্রকাশ করে পাল্টা ট্যুইট করেন তিনি। নরেশ নামের ওই ব্যক্তিকে ‘পিঙ্ক’ ছবিটিও দেখার পরামর্শ দেন তিনি। শুধু তাই নয় নরেশ নামের ওই ব্যক্তির আপত্তিকর ট্যুইটটিও প্রকাশ্যে আনেন নিধি আগরওয়াল।

https://twitter.com/AgerwalNidhhi/status/1200701571224391680

প্রসঙ্গত দক্ষিণে বেশ জনপ্রিয় নাম নিধি আগরওয়াল। ‘আইস্মার্ট শঙ্কর’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রচুর প্রশংসা কুড়িয়েছিল।

https://youtu.be/-DNp2jHWZxU

X