আজ IPL-এর ‘এল ক্লাসিকো’-তে মুখোমুখি অফফর্মে থাকা CSK এবং মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজকের আইপিএল ২০২২-এর ৩৩ তম ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের আইপিএল বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স এবং চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস। তাদের মধ্যে ম্যাচটিকে আইপিএলের “এল ক্লাসিকো” বলে আখ‍্যা দিয়ে থাকেন। কিন্তু এবারের বিষয়টা একেবারেই আলাদা। এক এক করে দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে নজর দেওয়া যাক।

প্রথমে আসা যাক রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের কথায়। চলতি মরশুমে এখনও জয়ের মুখ দেখেনি তারা। দলের কিছু ক্রিকেটার ভালো ক্রিকেট উপহার দিলেও দল হিসাবে সামগ্রিকভাবে ভালো কিছু করে দেখাতে ব্যর্থ তারা। বুমরাকে যোগ্য সঙ্গত দিতে পারছেন না বাকি বোলাররা নিয়মিত। রোহিত চূড়ান্ত অফফর্মের শিকার, কোটি কোটি টাকা খরচ করে দলে নেওয়া ঈশান কিষানও প্রথম দুটি ম্যাচের পর থেকে ফর্ম হারিয়েছেন। তিলক ভার্মা এবং বেবি এবি বলে পরিচিত ডিওয়াল্ড ব্রেভিস ভালো খেললেও এখনও তারা একার হাতে ম্যাচ জেতানোর মতো দক্ষতা অর্জন করে উঠতে পারেননি। ফলে কালকের ম্যাচে তারা নামবেন আন্ডারডগ হিসাবেই।

mumbai indians

অপরদিকে চেন্নাই সুপার কিংস কালকের ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবেন। গত ম্যাচে অফফর্ম কাটিয়ে ফর্মে ফিরেছেন দুই তারকা ঋতুরাজ গায়কোয়াড এবং আম্বাতি রায়ডু। আরসিবিকে হারানোর পর গত ম্যাচে একটুর জন্য টেবিল টপার গুজরাটের কাছে হার মানতে হয়েছে। ভালো ছন্দে রয়েছেন মহেশ থিকশানে, মুকেশ চৌধুরীরা। ছন্দে অধিনায়ক জাদেজাও। কাল শুধুমাত্র দলে ক্রিস জর্ডানের জায়গায় ডোয়াইন প্রিটোরিয়াসকে ফেরত আনা হতে পারে।

Rituraj

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:
ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরগান অশ্বিন, যশপ্রীত বুমরা, টাইমাল মিলস, জয়দেব উনাদকাট

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা, মঈন আলি, আম্বাতি রায়ডু, শিবম দুবে, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, মহেশ থিকশানে, মুকেশ চৌধুরী

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর