‘দিদি নাম্বার ওয়ানে’র মুকুটে নতুন পালক! তিন দশকের কেরিয়ারে দুর্দান্ত সাফল্য রচনার

বাংলাহান্ট ডেস্ক : রচনা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা সিনেমার হাত ধরে। এরপর তিনি প্রবেশ করেন বাংলা টেলিভিশনে। বাংলা ছাড়াও কাজ করেছেন ওড়িয়া ফিল্মে। ৯০ এর দশকে বাংলার সমস্ত লিডিং হিরোদের সাথেই কাজ করেছেন রচনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, অভিষেক, ভিক্টর ব্যানার্জি সহ আরো অসংখ্য সফল অভিনেতাদের সাথে কাজ করে ফেলেছেন রচনা।

তবে তার সঞ্চালনায় জি বাংলায় অনুষ্ঠিত দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শো এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। দিদি নাম্বার ওয়ান এর মাধ্যমে রচনা পৌঁছে গিয়েছেন বাংলার প্রতিটি ঘরে। বাংলা পেরিয়ে দেশে-বিদেশে বহু অনুরাগী দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা রচনার কাজে মুগ্ধ। বলা যেতেই পারে, রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনার উপর ভর করে দিদি নাম্বার ওয়ান নতুন মাইলস্টোন ছুঁয়েছে।

অভিনয় জীবনে নানান ওঠা-পড়া দেখেছেন রচনা। গত তিন দশকে বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ব্যর্থতার মুখে পিছনে না হেঁটে রচনা এগিয়ে গিয়েছেন নিজের লক্ষ্যে। রচনার সঞ্চালিত দিদি নাম্বার ওয়ান ফের নতুন মাইলস্টোন স্পর্শ করল। বাংলার মানুষদের কাছে দিদি নাম্বার ওয়ান অত্যন্ত পরিচিত একটি গেম শো।

সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা মহিলারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারাও কার্যত স্বীকার করেন যে তাদের অনুপ্রেরণা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। বর্তমানে দিদি নাম্বার ওয়ান এর নবম সিজন চলছে। দিদি নাম্বার ওয়ান এর নবম সিজন সম্প্রতি পার করল পাঁচশতম এপিসোড। মহা আরম্বরের সাথে এই ৫০০ তম এপিসোড সেলিব্রেট করলেন রচনা।

didi number rachana

সেটের মধ্যেই কেক কেটে উদযাপিত হল পাঁচশতম এপিসোড। এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বহু সেলিব্রিটি। উদযাপনের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন রচনা। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আজ একটা বিরাট দিন ছিল। দিদি নাম্বার ১’ সিজন ৯’ আজ ৫০০ পর্ব সম্পন্ন হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এত ভালবাসা এবং আশীর্বাদ দেওয়ার জন্য।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর