এমনও হয়! স্বামীর সঙ্গে যৌনতার সময় ফেসবুকে লাইভ, তারপর যা ঘটল তাতে চক্ষু চড়কগাছ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এইজন্যই বলে সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করবেন, তখন সব কিছুই ভালো করে দেখে নেবেন। আর ব্যবহার হয়ে গেলে অবশ্যই ফোন লক করতে ভুলবেন না। আজ এই কথা বলার একটাই কারণ। যা শুনলে আপনিও সাবধান হয়ে যাবেন। কি সেই ঘটনা? স্বামীর সঙ্গে যৌনতা চলাকালীন ফেসবুকে লাইভ হয়ে গেছিলেন এক মহিলা। শুনে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। আর এটি ঘটেছে আমেরিকার মিসিসিপিতে।

সম্প্রতি টিকটক ভিডিওতে এই কথা জানিয়েছেন ওই মহিলা। ওই লাইভের ভিডিও তার বন্ধুবান্ধব থেকে শুরু করে বাবাও দেখেছিলেন। যতক্ষণে তিনি বুঝতে পেরেছিলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই মহিলা জানিয়েছেন যে এই ঘটনার পর তিনি এক সপ্তাহ ধরে কেঁদেছিলেন। এমনকি তিনি তার ফেসবুকে নিজের প্রোফাইলের নামও পরিবর্তন করেছিলেন।

তিনি জানিয়েছেন,” গত বছর একদিন যৌনতার সময় দুর্ঘটনাবশত ফেসবুকে লাইভ হয়েছিলাম। আমার বাবা-সহ অনেক বন্ধুই তা দেখেছেন। ঘটনার পরে এক সপ্তাহ ধরে কেঁদেছিলাম আমি।” এক সন্তানের মা ওই মহিলা আরও বলেছেন, “আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেল। যদিও আমার স্বামীর এই বিষয়টি নিয়ে বেশ খুশি।’’

কিভাবে এই ঘটনা ঘটেছিল? সেটাও তিনি জানিয়েছেন। সেদিন ওই ঘটনার আগে তিনি ফেসবুক করছিলেন। হঠাৎ তাঁর স্বামী এসে তাঁকে জড়িয়ে ধরেন। আর ফোন লক না হওয়াতে চাপ পড়ে লাইভ হয়ে যায়। তাঁর বন্ধু দেখে তাঁকে ফোন করলেও যৌনতায় মত্ত থাকায় তিনি তা ধরতে পারেননি। যদিও তাদের দৃশ্য দেখা না গেলে চিৎকার এবং দীর্ঘশ্বাসের শব্দ ধরা পড়েছিল ফেসবুক লাইভের ভিডিয়োয়। তিনি পরে এই ভিডিও ডিলিট করে দিয়েছিলেন।

সম্পর্কিত খবর

X