বাংলাহান্ট ডেস্ক : আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, যদি আপনার অ্যাকাউন্ট গত তিন বছর ধরে সচল নয় বা লেনদেন হয়নি, তাহলে আপনি পড়তে চলেছেন মহা বিপদে। হ্যাঁ, গ্রাহকদের জন্য এবার বড় খবর নিয়ে এলো দেশের দ্বিতীয় বড় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক। শুধু তাই নয়, যেসব অ্যাকাউন্টে কোন ব্যালেন্স নেই, আগামী জুন মাস থেকে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
যেকোনো ধরনের দুর্নীতি রুখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। যেসব অ্যাকাউন্টে ব্যালেন্স নেই এবং তিন বছরের বেশি সময় ধরে অচল হয়ে পড়ে রয়েছে, সেই সব অ্যাকাউন্টগুলি সম্পর্কিত হিসেবে গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখের ভিত্তিতে গত তিন বছরের লেনদেন গণ্য করা হবে। তবে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করা হবে না।
আরোও পড়ুন : আরামের দিন শেষ, সরকারি কর্মচারীদের জন্য কড়া নির্দেশিকা জারি, হুঁশিয়ারিতে ঘুম উড়ল সকলের
তার মধ্যে রয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট সংক্রান্ত অ্যাকাউন্ট, এসআই (স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন) সহ লকার অ্যাকাউন্ট, নাবালকদের অ্যাকাউন্ট অর্থাৎ সকুন্যা সমৃদ্ধি, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা।পিএমএসবিওয়াই, এপিওয়াই, ডিবিটি এর জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেগুলি বন্ধ হবে না।
আরোও পড়ুন : ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়! হাড়হিম করা ঘটনা রাঙাপানিতে … কী হল আবার?
এছাড়াও বন্ধ করা হবে না আদালত, আয়কর দফতরের পক্ষ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্টও। ইউপিআই পেমেন্ট এর ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাঙ্ক এদেশে আন্তর্জাতিক মোবাইল ফোন নম্বর ব্যবহারের ক্ষেত্রে সুযোগ দিয়েছে। একইভাবে যেকোনো ভারতীয় কিউআর কোড, ইউপিআই আইডিতে কিংবা কোন ভারতীয় অ্যাকাউন্টের নম্বরে টাকা পাঠানো যাবে। দৈনন্দিন পেমেন্ট এর ক্ষেত্রেও হয়েছে দারুন সুবিধা।
ইতিপূর্বে নিজের ব্যাঙ্কের সঙ্গে ভারতীয় মোবাইল নম্বর রেজিস্টার না করলে প্রবাসী অ্যাকাউন্ট ইউপিআই পেমেন্ট করা সম্ভব হতো না। বর্তমানে যে সকল অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় হয়ে পড়েছে সেগুলো চালু করার জন্য কেওয়াইসি করাতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে কেওয়াইসি করানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট বা শাখায় যোগাযোগ করতে পারেন।