‘সব বেঁচে দে’র পাল্টা দিল ‘যমের দুয়ারে সরকার’! মর্নিং ওয়ার্কেই ইকো পার্কে জমে উঠল বঙ্গরাজনীতি

বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির মঞ্চ ছেড়ে এবার মর্নিং ওয়ার্কের পার্ক- ইকো পার্কে (eco park) দেখা গেল ‘বেচে দে’র পাল্টা ‘যমের দুয়ারে সরকার’। কারো পিঠে বড় বড় করে লেখা ‘যাওয়ার আগে সব বেচে দে’, আবার কারো পিঠে ‘যমের দুয়ারে সরকার’। ইকো পার্কে মর্নিং ওয়ার্ক সারতে গিয়ে এভাবেই বিরোধীপক্ষকে ঠুকল বিজেপি শিবির।

বিষয়টা এবার খোলসা করে বলি- কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) যখন সকালে ইকো পার্কে মর্নিং ওয়ার্ক করছিলেন, তখন সেখানে বেশ কয়েকজন তৃণমূল সদস্যরা উপস্থিত ছিলেন। বিজেপিকে কটাক্ষ করে তাদের সাদা টি শার্টে বড় বড় বাংলা হরফে লেখা ছিল- ‘সব বেঁচে দে’। এই অভিনব টি শার্ট পড়েই সেখানে জগিং করছিলেন তারা।

kbfnnn

এবার এর পাল্টা দিল বিজেপি শিবির। বৃহস্পতিবার সকালে সেই ইকো পার্কেই দেখা গেলে অন্য এক ছবি। দেখা গেল- সেখানে জগিং করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তাঁর চারপাশে ঘিরে রয়েছেন বেশ কিছু বিজেপি সদস্যরা। যাদের সাদা টি শার্টে নীল রং-এর বড় বড় বাংলা হরফে ছাপানো রয়েছে ‘যমের দুয়ারে সরকার’, আবার কারো টি শার্টে লেখা ‘যাওয়ার আগে সব বেচে দে’।

jnnkjnn

এদিন আবার ইকো পার্কে মর্নিং ওয়ার্ক সেরে দিলীপ ঘোষ বলেন, ‘এখন দেখবেন বিজেপির থেকে তৃণমূলেই বেশি চমক দেখা যাচ্ছে। রোজই নতুন করে কিছু না কিছু দেখতে পাবেন, নতুন কিছু ঘটেই চলেছে। তবে অপেক্ষা করলেই দেখতে পাবেন মেদিনীপুরে বিজেপির সভায় কত বড় চমক অপেক্ষা করছে’। সবলিমিয়ে জমে উঠেছে ভোটের আগে বঙ্গ রাজনীতি, জমে উঠেছে টি শার্টের পাল্টা রাজনীতি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর