উঠে গেল ৯৯ টাকার রিচার্জে ২৮ দিন বৈধতার সুবিধা! বড়সড় বিপাকে এই কোম্পানির গ্রাহকরা

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরে ক্রমাগত তাদের রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি করে চলেছে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি। এমন অবস্থায় ভোডাফোন আইডিয়া (vi) বৈধতা কমিয়েছে ৯৯ টাকা ও ১২৮ টাকার রিচার্জে। এই দুটি রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করলে এবার থেকে আপনি পাবেন কম দিনের বৈধতা।

সূত্রের খবর নিজেদের আয় বৃদ্ধি করার জন্য ভোডাফোন আইডিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। ARPU বৃদ্ধি করার জন্য ভোডাফোন আইডিয়া অনেক রকম প্রস্তুতি নিতে শুরু করেছে। FY23-র চতুর্থ প্রান্তিকে ARPU-তে ভোডাফোন আইডিয়ার QoQ খুব একটা ভালো হয়নি। এবার আর বৃদ্ধির লক্ষ্যে দুটি জনপ্রিয় রিচার্জ প্ল্যানের বৈধতা কমিয়ে দিল সংস্থাটি।

৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এতদিন পর্যন্ত ২৮ দিনের বৈধতা পাওয়া যেত এই প্ল্যানে। এবার থেকে তা কমিয়ে ১৫ দিন করা হয়েছে। হিসাব করলে দেখা যাবে প্রতিদিনের খরচা ৩.৫৩ টাকা থেকে বেড়ে ৬.৬ টাকা হয়েছে। এই প্ল্যানের অন্যান্য সুবিধাগুলি আগের মতই রয়েছে। এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন নিরানব্বই টাকার টকটাইম, ২০০ MB ডেটা । যদিও এই রিচার্জ প্ল্যানে কোনো রকম এসএমএস সুবিধা থাকবে না।

VODAFONE 1

১২৮ টাকার রিচার্জ প্ল্যান: এতদিন পর্যন্ত ২৮ দিনের বৈধতা সহ আসতো ১২৮ টাকার এই রিচার্জ প্ল্যান। এখন থেকে এই রিচার্জ এর বৈধতা হল ১৮ দিন। এই প্ল্যানের বৈশিষ্ট্য যদিও আগের মতই রয়েছে। আগের মতই এই রিচার্জ করলে গ্রাহকরা পেয়ে যাবেন রাত এগারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত নাইট মিনিটের সুবিধা। অন্যদিকে ৯৯ টাকার প্ল্যানের বৈধতাও আপাতত কমানো হয়েছে মুম্বাই সার্কেলের জন্য। অন্যান্য সার্কেলে পুরনো বৈধতাই বজায় থাকবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর