এ বার কর্নাটকের রাস্তায় দেখা মিলল বাইসনের। লক ডাউনে সবাই ঘর বন্দী। আর পশুরা এখন উন্মুক্ত নভেল করোনা ভাইরাস ত্রাস এখন সবাইকে দিন রাত আতঙ্কের মধ্যে দিয়ে তাড়া করে বেড়াচ্ছে। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে।
প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে ইরানে এই রোগের প্রকোপ বেশী বেড়ে গেছিলো। আর এখন পরিস্থিতি খুব খারাপ হলেও ইরান স্বাভাবিক করার চেষ্টা করছে। আর তারপরে আবার খারাপ অবস্থায় দেখা যায় ইতালিকে। ভারোতেও এখন অবস্থা খুব একটা ভালো নয়। কারণ ভারতের এই মুহূর্তের করোনা আক্রান্ত সংখ্যা প্রায় ৬০০ এর কাছাকাছি।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। আর এই ভিডিও এখন সবার কাছে বেশ আবেগের। কারণ ভিডিয়োতে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে একটি বাইসনকে।
https://twitter.com/susantananda3/status/1243144229754261508?s=19
ফাঁকা রাস্তায় আপন মনে ঘুরে যাচ্ছে ওই বাইসন। কর্নাটকের চিকমাগালুর জেলার এক জনপদের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে তাকে। প্রকতির অদ্ভুত নিয়ম মানুষ এখন প্রাণ ভয়ে ঘরে আর পশুরা দিব্বি ঘুরে বেড়াচ্ছে। তবে এরা খুব হিংস্র হয়। কিন্তু এখন যেহেতু তেমন ভাবে রাস্তায় কেউই নেই তাই তিনিও বেশ আনন্দে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েছে। আর মানুষের পরিস্থিতি ঘরে বসে সেই ভিডিও দেখে আফসোস করছে।