বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়া না বাজার ধরতে পারবেন না! কাঁচা বাদাম, ভাজা বাদাম, পেয়ারা, আঙুর, তরমুজ (Watermelon Seller) সবই পাবেন এখানে। সঙ্গে বিনামূল্যে গান বা হাস্যকর ভিডিও (Viral Video)। শুরুটা হয়েছিল ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ দিয়ে। তারপর একে একে আসে পেয়ারা, আঙুর, নিম্বু পানি নিয়ে গান। তালিকায় যোগ হল এবার তরমুজ।
দুবরাজপুরের ভুবনের গান যেদিন থেকে ভাইরাল হয়েছে সেদিন থেকেই কার্যত সবার মাথায় ভাইরাল হওয়ার ভূত চেপেছে। অখ্যাত গ্রামের এক বাদাম বিক্রেতা থেকে এখন ভুবন জোড়া খ্যাতি ভুবনের। তাঁর দেখাদেখি এখন অনেকেই জিনিস বেচার ফাঁকে নিজেরা গান বানিয়ে গাইছেন।
কাঁচা বাদামের পরে ভাজা বাদাম, ঝালমুড়ি এমনকি কাঁচা পেয়ারা আর আঙুর নিয়েও গান বাঁধতে দেখা গিয়েছিল কয়েকজনকে। কিছুদিন আগে একজনের অদ্ভূত ভঙ্গিতে নিম্বু পানি বিক্রি করার ভিডিও ভাইরাল হয়েছিল। এবার ভাইরাল হল এক তরমুজ বিক্রেতার ভিডিও।
না তিনি ভুবনের মতো গান গাননি। দু হাতে দুটো তরমুজের টুকরো তুলে ধরে হঠাৎ করেই গগনবিদারী চিৎকার জুড়েছেন। ওই ভাবে চিৎকার করতে করতেই নাচ করছেন তরমুজ বিক্রেতা। হঠাৎ করে এমন চিৎকার শুনলে পিলে চমকে উঠতেই পারে। তবে বিক্রেতার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
কয়েকজন অবশ্য বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তাদের মতে, ভাইরাল হওয়ার জন্য আর কোনো প্রতিভার দরকার পড়ে না এখন। ‘পাগলামি’ করলেই রাতারাতি ভাইরাল হওয়া যায়। এই তরমুজ বিক্রেতার ভিডিওটিই তার প্রমাণ। ভিডিওটিতে ৫ হাজারের বেশি লাইক পড়েছে। ৫০ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। অথচ বিক্রেতার মধ্যে প্রতিভা কতটা কী আছে তা নিয়ে সন্দিহান নেটিজেনরা।
https://www.instagram.com/reel/CcPNFYwqb3P/?igshid=YmMyMTA2M2Y=
কিছুদিন আগেই ভাইরাল হয়েছিলেন এক নিম্বু পানি বিক্রেতা। অভিনব পদ্ধতিতে নিম্বু পানি বিক্রি করতে দেখা গিয়েছিল তাঁকে। ভিডিওতে দেখা গিয়েছে, গান গাইতে গাইতে দক্ষ হাতে নিম্বু সোডা বানাচ্ছেন ওই ব্যক্তি। ছোট্ট দোকানের চারদিকে ঘিরে দাঁড়িয়ে ক্রেতারা। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল ভিডিওটি।