বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশের অন্যতম সফল শিল্পপতি হলেন রতন টাটা (Ratan Tata)। পাশাপাশি, তাঁর কোম্পানিটিও দেশের অত্যন্ত পুরোনো এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান। এছাড়াও, রতন টাটা যুক্ত থাকেন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও। সর্বোপরি, ভারতের উদীয়মান স্টার্টআপগুলির উদ্দেশ্যেও তিনি বাড়িয়ে দেন সাহায্যের হাত। সাদামাঠা জীবনযাপনে অভ্যস্ত এই বর্ষীয়ান শিল্পপতি অত্যন্ত জনদরদীও বটে। এমতাবস্থায়, যত দিন যাচ্ছে ততই তিনি আরও বেশি করে পৌঁছে যাচ্ছেন মানুষের মনে।
উল্লেখ্য যে, রতন টাটা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন। প্রায়শই বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করতে দেখা যায় তাঁকে। বর্তমান প্রতিবেদনে আমরা রতন টাটার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত এমন একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করব, যা হয়তো অনেকেরই অজানা। শুধু তাই নয়, তিনি নেটমাধ্যমে এক মহিলাকে ট্রোলিংয়ের হাত থেকেও বাঁচিয়েছিলেন।
জানা গিয়েছে যে, বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা তাঁর ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্স সম্পন্ন হওয়ার পর সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি, সেই সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি। যেখানে টাটা লিখেছিলেন, “এটি একটি দুর্দান্ত অনলাইন পরিবার, যা আমি যোগ দেওয়ার সময় ভাবিনি। এর জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।”
এমতাবস্থায়, নেটিজেনরাও রতন টাটাকে ওই পোস্টে শুভকামনা জানাতে থাকেন। আর সেখানেই rhea_jain_._ নামের এক ব্যবহারকারী টাটাকে অভিনন্দন জানাতে গিয়ে “Congratulations Chhotu” লিখে বসেন। এদিকে, রতন টাটার মত একজন অভিজ্ঞ এবং বর্ষীয়ান শিল্পপতির উদ্দেশ্যে এহেন কমেন্ট মেনে নিতে পারেন নি বাকি নেটিজেনরা। এছাড়াও, ওই কমেন্টের তীব্র সমালোচনা করে শুরু হয় ট্রোলিং-ও। এমনকি, একটা সময়ে ওই ব্যবহারকারী তাঁর প্রোফাইলটি “Search Disable” করে দেন।
এদিকে, এই পুরো বিষয়টিকে দারুণ ভাবে সামাল দেন টাটা। পাশাপাশি, ওই মহিলাটির এহেন কমেন্টের উত্তরে রতন টাটা যা লেখেন তাতে সকলেই আপ্লুত হয়ে যান। তিনি ওই মহিলাটিকে ট্রোলিংয়ের হাত থেকেও বাঁচিয়ে দেন। টাটা লেখেন যে, “আমাদের প্রত্যেকের মধ্যে একটি শিশু রয়েছে। দয়া করে ওই তরুণীর সাথে সম্মানজনক ব্যবহার করুন।” এমতাবস্থায়, তাঁর এই প্রত্যুত্তরটিও ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এমনকি, মুহূর্তের মধ্যেই কয়েক হাজার লাইক পড়ে যায় সেটিতে। সর্বোপরি, রতন টাটার ওই উত্তরই মন জিতে নেয় সবার।