‘আমার অভিযোগ শুনুন’… মহিলার ফোনে ব্যবস্থা নিলেন যোগী, ২৪ ঘণ্টার মধ্যে মিলল চাকরি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এরপরে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে গোটা রাজ্যে শান্তির বার্তা দিয়েছেন। তারপর থেকে সন্ত্রাস দমনে এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বেশকিছু কড়া ব্যবস্থা নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। আর এবার এক মহিলার করা একটি ফোন কলের পরেই এমন এক ব্যবস্থা নিলেন যোগী আদিত্যনাথ যে মাত্র 24 ঘণ্টার মধ্যেই মহিলাটির সমস্যার সমাধান করে ফেললো তাঁর সরকার।

সদ্য ক্ষমতায় আসা যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে বেশ কার্যকরী ভূমিকা গ্রহণ করেছেন। সদ্য পাওয়া খবরে জানা যাচ্ছে, সঙ্গীতা সোলাঙ্কি নামক এক মহিলা মুখ্যমন্ত্রী কার্যালয়ে ফোন করে যোগীজি-কে তাঁর সমস্যার কথা জানান। তিনি বলেন যে, চাকরির পরীক্ষায় পাস করার পরেও তাঁকে পদে নিয়োগ করা হয়নি এবং এই অভিযোগ পাওয়ার পরেই কড়া ব্যবস্থা নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এর পরেই তিনি তাঁর আধিকারিকদের সমস্যার সমাধান করার নির্দেশ দেন।

সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশন কমিশন প্রয়াগরাজ দ্বারা আয়োজিত ‘হিন্দি’ মুখপাত্র পদের জন্য লিখিত এবং ইন্টারভিউ পরীক্ষায় পাস করলেও তাঁকে চাকরিতে নিয়োগ করা হয়নি, এই অভিযোগ করেন সঙ্গীতা সোলাঙ্কি নামের মহিলাটি। এর পরেই যোগী আদিত্যনাথ তদন্তের নির্দেশ দেন। মহিলাটি এও অভিযোগ করেন যে, মুখপাত্র পদে নিয়োগের জন্য তাঁর কাছে ঘুষ পর্যন্ত চাওয়া হয়। এরপর যোগীজির একটি নির্দেশে মাত্র 24 ঘন্টার মধ্যেই মহিলাটিকে চাকরির পদে নিয়োগ করা হয়।

এর পরেই যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, শুধুমাত্র সেই মহিলা নয় এছাড়াও উত্তরপ্রদেশের সকল মহিলাদের ভবিষ্যতে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।

সম্পর্কিত খবর

X