মহাসমারোহে গর্ভবতী গাভীর সাধ, পেটপুরে খেল গোটা তল্লাট! মহিলার কাজের প্রশংসা গোটা দেশে

বাংলা হান্ট ডেস্ক: যাঁরা পরিবারে কোনো পোষ্য প্রাণী (Pet) রাখেন সময়ের সাথে সাথে সেগুলি পরিবারেরই একজন সদস্য হয়ে ওঠে। শুধু তাই নয়, গবাদি পশুদেরকেও অনেকে অত্যন্ত যত্নে রাখেন। এমনিতেই সনাতন সংস্কৃতিতে গরুকে (Cow) একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়। পাশাপাশি, নিয়মিত ভাবে গোমাতার পুজোও করেন অনেকে। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের কাছে এমন একটি বিষয় তুলে ধরব যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই।

মূলত, এবার কর্ণাটকের একজন মহিলা তাঁর গর্ভবতী গাভীর জন্য মহাসমারোহে সাধভক্ষণের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা এই বিশেষ অনুষ্ঠানে তাঁর পুরো পরিবার সহ আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের ডেকেছিলেন এবং তারপরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে “বেবি শাওয়ার”-এর অনুষ্ঠানটি সম্পন্ন করেন। ওই মহিলার নাম হল সাকারনাডু। তিনি কর্ণাটকের মান্ডা জেলার রামানকোপ্পালু গ্রামের বাসিন্দা। তিনি জানান, তাঁর কাছে যে গরুটি রয়েছে সেটির নাম দেবী। পরিবারের সদস্যরা ওই নামটি রেখেছেন।

A woman completes the Baby Shower ceremony of a pregnant cow

গরুকে সবুজ শাড়ি পরিয়ে সমস্ত আচার মেনে অনুষ্ঠান সম্পন্ন হয়: এদিকে, ওই সময়ে “দেবী”-কে সবুজ শাড়ি পরিয়ে সমস্ত নিয়ম মেনে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। জানা গিয়েছে, দেবীর বয়স এখন ১৮ মাস এবং সে গর্ভবতী। সাকারনাডু জানান, দেবীর মা যখন মারা গিয়েছিল তখন দেবী খুব ছোট ছিল। এমতাবস্থায় তাঁরা দেবীকে নিজের মেয়ের মতো বড় করেন এবং যেহেতু সে গর্ভবতী তাই তার সাধভক্ষণের অনুষ্ঠান করা হচ্ছে।

আরও পড়ুন: ডার্বি বয়কটের সিদ্ধান্ত মোহনবাগানের! বিবৃতি জারি করল ক্লাব

এদিকে, এই বিষয়টির পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন জানান, ব্যাপক আড়ম্বরপূর্ণভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শুধু তাই নয়, দেবীর জন্য পুরো বাড়িটি ফুল দিয়ে সাজানো হয় এবং সব ধরণের ফল আনা হয়। তাকে চন্দন ও কর্পূর মিশ্রিত জলেও স্নান করানো হয়। গোটা গ্রামের লোকজন অনুষ্ঠানে পৌঁছে দেবীকে আশীর্বাদ করেন।

আরও পড়ুন: চলছে প্রস্তুতি, জাপানের কাছ থেকে এতগুলি বুলেট ট্রেন কিনবে ভারত! এই মাসেই হতে পারে চুক্তি

জামাখান্দিতে করা হয় কার্ড বিতরণ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সম্প্রতি কর্ণাটকের জামাখান্দি টিচার্স কলোনি থেকে এমন একটি ঘটনা সামনে এসেছিল। যেখানে জাকাটি পরিবার তাঁদের গাভীটি প্রথম বার গর্ভবতী হওয়ার কারণে এইরকম বিরাট অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু তাই নয়, তাঁরা এইজন্য কার্ড ছাপিয়ে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমগ্র এলাকার মানুষকে আমন্ত্রণ করেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর