বাংলাহান্ট ডেস্ক: প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় সংবাদ শিরোনামে উঠে আসছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। দেশ তথা গোটা বিশ্ব জুড়ে ছবিটি যে পরিমাণ ব্যবসা করেছে তা চমকে দেওয়ার মতোই। ছবিটি যাতে আরো বেশি সংখ্যক মানুষ দেখে তার জন্য কেউ বিনামূল্যে ছবি দেখার বন্দোবস্ত করছে, আবার কেউ বিনামূল্যে নিজের অটোয় প্রেক্ষাগৃহ পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তবে মধ্য প্রদেশের এক মহিলা যা কাণ্ড করেছেন তা দেখে চোখ কপালে উঠছে অনেকেরই।
তা চমকে ওঠার মতোই কাজ করেছেন তিনি। নিজের শরীরের রক্ত দিয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর পোস্টার এঁকেছেন তিনি। পোস্টারে দেখা গিয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী সহ ছবির মুখ্য চরিত্রগুলি সকলেই। রক্ত দিয়ে আঁকা পোস্টারটির ছবি নিজে শেয়ার করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
প্রথমে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে তিনি লিখেছিলেন, ‘অবিশ্বাস্য! আমি বুঝতে পারছি না কী বলা উচিত। কীভাবে মঞ্জু সোনি জিকে ধন্যবাদ দেওয়া উচিত। শত শত প্রণাম, কৃতজ্ঞতা। কেউ ওঁকে চিনলে দয়া করে আমাকে জানাবেন।’ কিন্তু ওই টুইটের উত্তরে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।
অনেকেই লেখেন, এই ধরনের কাজগুলিকে উৎসাহ না দিতে। উনি এমনিই খুব সুন্দর ছবি আঁকতে পারেন সেটা বোঝা যাচ্ছে। শুধু শুধু রক্ত দিয়ে আঁকার কী মানে? এরপরেই তড়িঘড়ি সুর বদলে অপর একটি টুইটে বিবেক লেখেন, ‘আমি আবেগকে সম্মান করি ঠিকই, কিন্তু আমি সবাইকে অনুরোধ করছি এই ধরনের কাজ না করতে। এটা একেবারেই ঠিক নয়।’
OMG. Unbelievable. I don’t know what to say… how to thank Manju Soni ji. @manjusoni Shat shat pranam. Gratitude.
If anyone knows her, pl share her contacts with me in DM. #RightToJustice pic.twitter.com/1jxsLDhCXq
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 24, 2022
জানা গিয়েছে, পোস্টারটি এঁকেছেন মঞ্জু সোনি নামে এক মহিলা। তিনি মধ্য প্রদেশের বিদিশার বাসিন্দা। এই সম্পূর্ণ পোস্টারটি আঁকার জন্য নিজের শরীর থেকে ১০ মিলিলিটার রক্ত লেগেছে তাঁর। মহিলার আঁকার প্রতিভার তারিফ করলেও রক্ত দিয়ে আঁকার বিষয়টা অনেকেই মেনে নিতে পারেননি।