স্বামীর সামনেই গৃহবধূকে গণধর্ষণ! গ্রেফতার ৮, আতঙ্ক কল্যাণীতে

বাংলা হান্ট ডেস্ক : আরজিকরের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ (Rape) হত্যাকান্ডের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক নির্মম ধর্ষণের (Rape) ঘটনা। কিন্তু আশ্চর্য্যের বিষয় হল এই যে দেশে এত আইনি কানুন থাকা সত্বেও এমন জঘন্য অপরাধ করার পরেও প্রকাশ্য  দিনের আলোয় ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা।

কল্যাণী ব্রিজের নীচে গৃহবধূকে গণধর্ষণ (Rape)

রাত পেরোলেই আগামী কাল কালীপুজো। ঠিক তার আগের দিন অর্থাৎ বুধবার ভোরবেলায় কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরে খাস নদিয়ার কল্যাণীতে ঘটে গেল আরও এক মর্মান্তিক গণধর্ষণের (Rape) ঘটনা। এদিন খুব ভোরবেলায় স্বামীর সাথে ট্রেন ধরতে যাচ্ছিলেন এক দম্পতি। তখনই কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নীচে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ।

কল্যাণী থানায় নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর ইতিমধ্যেই ওই নির্যাতিতা মহিলার মেডিকেল পরীক্ষার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকেও যাবতীয় নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা।

ঠিক কি ঘটেছিল?

বুধবার ভোরবেলায় তাঁরা স্বামী-স্ত্রী দুজন মিলেই ট্রেন ধরার জন্য কাঁচরাপাড়া রেল ব্রিজের ধার বরাবর হাঁটছিলেন। এমন সময় তাদের ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। স্বামীর সামনে থেকেই এক প্রকার ছিনিয়ে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। এরপর স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে স্বামীকে ব্যাপক মারধর করা হয়। এরপর  স্বামীর সামনেই ওই মহিলাকে টেনে হিঁচড়ে কল্যাণী রেল ব্রিজের নীচে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন : দপ্তরে পৌঁছেও ২ মিনিট লেট! মনোনয়ন জমা দিতে না পেরে রেগে আগুন কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী

পরপর আট জন মিলে গৃহবধূকে ধর্ষণ করার পর তাকে অচৈতন্য অবস্থায় ফেলে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত ধর্ষকরা। এরপর নির্যাতিতার স্বামী গিয়ে কল্যাণী থানার দ্বারস্থ হন। অভিযোগ জানান নির্যাতিতাও। এরপর ওই দম্পতির অভিযোগের ভিত্তিতেই প্রথমে চারজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাদের জেরে করে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়।

Rape

আর বুধবার বিকেলে আরো একজনকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। জানা গিয়েছে ঘটনাস্থলের দু’জায়গাতেই  মিলেছে নির্যাতিতের  হাতের ভাঙা চুরি।  এছাড়াও ওই জায়গা থেকে মিলেছে একটি টিফিন বাটিও। আপাতত তদন্তের স্বার্থে  সমস্ত কিছু গোপন রাখার পাশাপাশি ঘটনাস্থল কড়া  নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তবে রেল স্টেশন চত্বরে এমন গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কল্যাণীতে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর