রেশন নিয়ে কালোবাজারির অভিযোগ! মহিলাকে জুতোর মালা পরিয়ে উচিত শিক্ষা দিলেন গ্রামবাসীরা

বাংলা হান্ট ডেস্ক: জুতোর মালা (Shoelaces) পরে লোক ভর্তি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক মহিলা (Woman)। আর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসী। কিন্তু কি করেছেন ওই মহিলা? জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের (Jharkhand) একটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু গ্রাম বাসীদের অভিযোগ, কয়েক মাস ধরেই নাকি, কথা মতো রেশন (Ration) সরবরাহ করছিলেন না ওই মহিলা।

জানা যাচ্ছে, দুমকা জেলার গোপীকান্দার ব্লকের রেশন ডিলার সুমরী মহারানির সঙ্গে। তিনি ওডমো পঞ্চায়েতের কেতোপোকা, তালখোদা, মধুবন এবং ধোবাচাপার গ্রামের সুবিধাভোগীদের খাদ্যশস্য বিতরণ করেন। ছয় কিলোমিটার দূর থেকে হেঁটে বহু গ্রামবাসী আসেন রেশন নিতে। এ অবস্থায় তাঁদের খালি হাতে ফিরতে হয়। আর তাই আর রাগ সামলে রাখতে পারেননি গ্রামবাসীরা।

এই কারণেই এদিন অন্যায়ের প্রতিবাদ করতে, জুতোর মালা পরিয়ে তাঁকে মধুবন গ্রাম থেকে দুর্গাপুরে পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা।যার ফলে শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। শাস্তি হিসাবে চরম অপমান করতে গ্রামবাসীরাই ওই মহিলাকে চপ্পলের মালা পরিয়ে গ্রামের মধ্য দিয়ে হাঁটাতে শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে রেশন থাকা সত্ত্বেও নাকি ওই মহিলা গ্রামবাসীদের কোনো রেশন দেননি।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রেশন মজুত থাকা সত্ত্বেও নাকি ওই মহিলা বিগত চার মাস ধরে ঠিকমতো রেশন বিতরণ করেননি। এমনকি, বহু মাস ধরে নাকি মানুষের রেশনও বকেয়া ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আঙুলের ছাপ নিয়ে স্লিপ বের করা হলেও কোনো রেশন দেওয়া হয় নি। এমনকি অনেক সুবিধাভোগীর কাছেই আগের রেশনের বকেয়া চার বা পাঁচটি স্লিপ ছিল।

আরও পড়ুন: কলেজে ভর্তির পোর্টালে সমস্যা! এবার গুগলের কড়া নাড়ল পশ্চিমবঙ্গ সরকার, ঠিক হল?

জানা যায় সোমবারও যখন গ্রাহকদের কাছ থেকে স্লিপ নেওয়া হয়েছিল, তখনও সুবিধাভোগীরা তাদের গত মাসের রেশন দেওয়ার দাবি করেছিলেন। কিন্তু ওই অভিযুক্ত ৎসুমরী মহারানী নাকি এবারও তা মুখের ওপর প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। আর স্বাভাবিকভাবে তাতেই খেপে ওঠেন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখাতে গ্রামবাসীরা এদিন রাস্তা অবরোধ করে ছিলেন। অবস্থা বেগতিক দেখে, শেষ পর্যন্ত পুলিশের উর্ধ্বতন কর্তারা সেখানে এসে পৌঁছান। সমস্ত গ্রামবাসীদের সময়মতো রেশন পাওয়ার আশ্বাস দেওয়া হলে এদিন বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

ration scam

গ্রামবাসীদের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও এই রেশন ডিলার মহিলার বিরুদ্ধে রেশন নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছিল। স্থানীয় ব্ল্যাক মার্কেটিং অফিসার (বিডিও) গৌতম মোদি বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ডিলার মে মাসে মাত্র ৬০ শতাংশ এবং জুন মাসে ৭ শতাংশ খাদ্যশস্য বিতরণ করেছিলেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর