বানতলায় মহিলা শ্রমিকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

 

বাবলু প্রামাণিক দক্ষিণ 24পরগনা :

বানতলা চর্মনগরীর এক কারখানা থেকে মহিলা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম মুর্শিদা বিবি (২৬)।মৃতদেহ ময়দানে পাঠিয়েছে পুলিশ।বার বার বানতলা চর্মনগরীতে শ্রমিকের মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন।কারখানার মালিকদের প্রতি ক্ষোভ উগরে দিলেন শ্রমিকরা।

মঙ্গলবার সকালে বানতলা চর্মনগরীর জোন নাম্বার ৫ এর প্লোট নাম্বার ৩৭৮ এর সিংহিং নামে একটি কারখানা তথা ট্যানারি ভিতরে কাজ করার সময় দূর্ঘটনায় বছর ছাব্বিশের মুর্শিদা বিবি নামে এক মহিলা শ্রমিকের মৃত্যু হয়।তার বাড়ি ভাঙড়ের ঘুনিমেঘি গ্রামে ।অভিযোগ কারখানা কতৃপক্ষ প্রথমে মৃতদেহটি লোপাট করার চেষ্টা করেন। যদিও পরে পরিবারের লোকজন এবং অন্যান্য শ্রমিকরা জানতে পারলে তারা কারখানার সামনে ভিড় জমান। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

8310dd42 5b03 11e7 a18d 042ec35e3331

মৃতের ভাই ইসাহক গাজী বলেন, “আমরা ভাই বোনে বাড়ি থেকে এক সঙ্গে কারখানায় কাজ করতে এসেছিলাম। সকাল ন’টা নাগাদ খবর পেলাম বোন কারখানার ভিতরে কাজ করতে করতে প্যাটেলে পড়ে গিয়ে মারা গিয়েছে।”তিনি আরও বলেন, “আমরা এর পূর্ণ তদন্ত চাই।” ঘুনিমেঘি গ্রামের জনপ্রতিনিধি জিয়ারুল ইসলাম বলেন,”যে মহিলা দূর্ঘটনায় মারা গিয়েছে তার একটি ছোট্ট বাচ্চা আছে। তারা অত্যন্ত গরিব মানুষ। সেই বাচ্চার দিকে তাকিয়ে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ সহ একটা চাকরি দিলে ওই পরিবার টি উপকৃত হবে।”

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওই মহিলা শ্রমিক কাজ করার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর