বাংলাহান্ট ডেস্ক : সমুদ্র সৈকতের ছুটি কাটানো আমাদের সকলেরই খুব পছন্দের একটি বিষয়। মধুচন্দ্রিমা হোক কিংবা সাধারণ হলিডে, পরিবার বা বন্ধুদের সাথে সৈকতের ধারে ছুটি কাটানোর বিকল্প কিছুই হতে পারে না। কিন্তু সমুদ্রের ধারে ছুটি কাটানোর কথা বলতেই আমাদের মনে আসে দীঘা-পুরি কিংবা শংকরপুরের কথা। তবে অনেকেই হয়তো জানেন না উত্তরপ্রদেশ (Uttarpradesh) অসাধারণ একটি সি-বিচ রয়েছে।
অসাধারণ এই সি-বিচের সৌন্দর্য। আপনারা যদি একটু অন্য ধরনের সমুদ্রের স্বাদ পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন উত্তরপ্রদেশের চুকা বিচ (Chuka Beach) থেকে। উত্তরপ্রদেশের কথায় মাথায় আসলেই আমাদের একটি ল্যান্ড লক রাজ্যের ছবি ভেসে ওঠে চোখের সামনে। তাই হয়তো ভাবছেন উত্তরপ্রদেশে সমুদ্র আসল কোথা থেকে? আপনাদের জানিয়ে রাখি এটি কোনও প্রাকৃতিক সমুদ্র নয়।
এটি আসলে পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের (Pilibhit Tiger Reserve) অন্তর্গত একটি জলাধারের সৈকত। মাহফ অরণ্য এলাকায় শারদা সাগর ড্যাম এবং নেপাল থেকে উত্তরপ্রদেশ সীমানা পেরিয়ে আসা শারদা ক্যানালের মাঝবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র । শারদা সাগর জলাধার ১৭ কিলোমিটার দীর্ঘ ও ২.৫ কিলোমিটার চওড়া।
মন ভালো করে দেওয়ার সবুজ অরণ্য রয়েছে এই জলাধারের পাশেই। আর রয়েছে বালিতে ঘেরা তটভূমি। এই জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন অজস্র পাখি। চুকা বিচ পক্ষী প্রেমিদের কাছে স্বর্গরাজ্য। এছাড়াও রয়েছে জঙ্গল সাফারি করার সুযোগ। বাঘ ছাড়াও অন্যান্য বন্যপ্রাণী রয়েছে এই এলাকায়। সময় পেলে কাছের নেহেরু পার্ক থেকেও আপনারা ঘুরে আসতে পারেন।
এখান গেলে আপনারা বিভিন্ন ইকো হাট দেখতে পারবেন। সরকারি উদ্যোগে রাত্রিযাপনের জন্য গড়ে তোলা হয়েছে একাধিক খড়ের চালের কুঁড়েঘর। থাকছে ট্রি হাউজে রাত কাটানোর সুযোগ। খুব সহজেই রেল ও সড়কপথে আপনারা এখানে পৌঁছাতে পারবেন। পিলিভিট গিয়ে গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন চুকা বিচ।