সাধের দার্জিলিং-এই গেল প্রাণ! বন্ধুদের সাথে ঘুরতে গিয়েই… 

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির কাছে দার্জিলিং (Darjeeling) মানেই আবেগের আর এক নাম। বছরের যে কোনো মরসুমেই পাহাড় প্রেমীদের পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং (Darjeeling)। এবার এই শৈল শহরে ঘুরতে গিয়েই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কলকাতার দমদমের বাসিন্দা এক যুবতী। তাঁর মৃত্যু নিয়ে তৈরী হয়েছে ব্যাপক রহস্য।

দার্জিলিং-এ (Darjeeling) রহস্য মৃত্যু দমদমের যুবতীর

জানা যাচ্ছে, ছুটি কাটাতে বন্ধুদের সাথে পাহাড় গিয়েছিলেন দমদমের অশোকনগরের বাসিন্দা অঙ্কিতা ঘোষ। তাঁর আনুমানিক বয়স ২৮। প্রথমে সান্দাকফু গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সেখান থেকে ফিরে, রাতে টুমলিঙেরই একটি হোটেলে এসে উঠেছিলেন তাঁরা।

আচমকা মধ্যরাতেই  অসুস্থ হয়ে পড়েন অঙ্কিতা। সূত্রের খবর তিনি কোনও ভাবে বাথরুমে পড়ে গিয়েছিলেন। অবস্থার অবনতি হতে শুরু করায় বন্ধুরা তড়িঘড়ি খিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অঙ্কিতাকে। সেখান থেকেই তাঁকে স্থানান্তরিত করা হয় দার্জিলিং জেলা হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি দমদমের অঙ্কিতাকে।

আরও পড়ুন: ভারতে দ্রুত কমছে প্রজনন হার! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

পরীক্ষা করে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তরুণীর এই মৃত্যুর ঘটনায় বুধবার শোকপ্রকাশ করেছেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ।

Darjeeling

তিনি বলেন, ‘মর্মান্তিক ঘটনা। ওই যুবতী সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে নেমেছিলেন৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর