বাংলা হান্ট ডেস্ক: প্রেমের (Love) সম্পর্কে লিপ্ত হয়ে মানুষ দেশ-ভাষা-ধর্মের গন্ডীকেও তুচ্ছ করে ফেলতে পারে। ইতিমধ্যেই এমন হাজারও উদাহরণ প্রত্যক্ষ করেছি আমরা। মূলত, প্রেমের ক্ষেত্রে দু’টি মনের মিলনই প্রধান হয়ে দাঁড়ায়। আর ওই সম্পর্ককে পূর্ণতা দিতেই একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেন অনেকে। সেই রেশ বজায় রেখেই এবার আরও এক চমকপ্রদ ঘটনা সামনে এল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভালোবাসার টানে এ বার সাত সমুদ্র তেরো নদী পার করে ভারতে পা রাখলেন অস্ট্রেলিয়ার যুবক। শুধু তাই নয়, মহাসমারোহে গত ১৮ ডিসেম্বরে তিনি বিয়ে করলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মানাওয়ারের বাসিন্দা তাবাসসুম হুসেনকে। ওই অস্ট্রেলিয়ান যুবকের নাম হল অ্যাশ হন্সচাইল্ড।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তাবাসসুম মুসলিম তরুণী হলেও অ্যাশ তাঁকে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন। এমতাবস্থায়, এহেন বিবাহের ঘটনা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তাবাসসুমের বাবা সাদিক হুসেন একটি সাইকেল মেরামতির দোকানে কর্মরত রয়েছেন। ২০১৬ সালে তাবাসসুম মধ্যপ্রদেশ সরকারের কাছ থেকে ৪৫ লক্ষ টাকার বৃত্তি পান।
সেই বৃত্তির ওপর ভর করেই ২০১৭ সালে তিনি পড়াশোনার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। সেখানে গিয়েই তাঁর পরিচয় হয় অ্যাশের সাথে। যা ধীরে ধীরে প্রেমের সম্পর্কে পরিণত হয়। এমতাবস্থায়, ২০২২ সালের আগস্ট মাসে অস্ট্রেলিয়ায় আইনি বিয়ে সম্পন্ন হয় ওই দম্পতির। তারপর তাবাসসুমের পরিবারের সাথে দেখা করতে দেশে আসেন অ্যাশ। সেখানেই হিন্দুদের রীতিনীতি বেশ পছন্দ হয় ওই অস্ট্রেলিয়ান যুবকের।
তারপরেই তিনি তাবাসসুমকে ফের হিন্দু রীতি মেনে বিয়ে করতে চান। এমতাবস্থায়, অ্যাশের ইচ্ছেপূরণ করতেই ঐভাবেই বিয়ে সম্পন্ন হয়। এই প্রসঙ্গে অ্যাশ জানিয়েছেন, ‘‘ভারতের ঐতিহ্যের পাশাপাশি নিয়মরীতির সৌন্দর্য এবং বৈচিত্র্য সবই আমায় মুগ্ধ করেছে। যদিও, সব থেকে বেশি ভাল লেগেছে এখানকার খাবার। চিড়ের পোলাও, ডাল বাফলা, জিলিপি এগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি বিভিন্ন ধরণের ভারতীয় খাবার খেয়ে দেখতে চাই।”