বিমানের মধ্যেই প্রেমিকার সাথে ঝগড়া! দরজা খুলে ঝাঁপ দিতে গেলেন যুবক, তারপরে যা হল….

বাংলা হান্ট ডেস্ক: আজ প্রেম তো কাল ব্রেকআপ এ যেনো নিত্যদিনের ঘটনা। এমনকি প্রেমের চক্করে কখনো ছেলেমেয়েরা হাত কাটছে, আবার কখনো মান-অভিমান করে হাতাহাতি করছে, এঘটনা সকলেরই জানা। তবে এবার আমেরিকায় (America) এক যুবক প্রেমিকার সাথে ঝগড়া করতে গিয়ে যা ঘটালো তা দেখে হতবাক সকলে। সঙ্গীর সঙ্গে ঝগড়া করে রীতিমতো বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের। এমন কাণ্ডে হইচই পড়ে যায় গোটা বিমানে। বিমানে থাকা যাত্রীদের জন্যই প্রাণে বেঁচেছেন ওই যুবক। ঠিক কি ঘটেছিল সেখানে?

আমেরিকার (America) বিমানবন্দরে যুবকের কীর্তি:

প্রেমিক-প্রেমিকার মন কষাকষি এগুলো সাধারণ বিষয়। তবে অনেক সময় দেখা যায় বিষয়টি গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর এখানেই ঘটে বিপত্তি। এবারও ঠিক একই ঘটনা ঘটলো আমেরিকার (America) বিমানবন্দরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার আমেরিকার বোস্টন লোগান বিমানবন্দরে। সূত্র মারফত জানা যায়, ওই যুবক পুয়ের্তো রিকোর বাসিন্দা। মঙ্গলবার আমেরিকার বোস্টন লোগান বিমানবন্দর থেকে ‘জেটব্লু’ সংস্থার একটি বিমানে পুয়ের্তো রিকোর উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। বিমানটি উড়ে যাওয়ার ঠিক আগে টোরেস নামের এক যুবক তার প্রেমিকার সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। এরপরই ঘটে অঘটন।

A young man try to jump from a plane at an America airport

বিমান থেকে ঝাঁপ যুবকের: দু’জনের বাদানুবাদ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে বিমানবন্দরে সকল যাত্রীরাও অবাক হয়ে পড়েন। জানা যায়, হঠাৎই টোরেস নামের ওই যুবক বিমানের আপৎকালীন দরজা খুলে লাফ দিতে যান। ততক্ষণাৎ বিমানে উপস্থিত থাকা যাত্রীরা তাঁকে ধরে ফেলেন। এরফলে বিরাট অঘটনের হাত থেকে বেঁচে যান ওই যুবক। এমন ঘটনার পর আমেরিকার (America) বিমান বন্দরে চাঞ্চল্য ছড়ায় বলে খবর।

আরও পড়ুনঃ খরচ ১২ লক্ষ টাকা! একমাত্র শিক্ষিকা পড়াচ্ছেন একজন ছাত্রীকে! কোথায় রয়েছে এই সরকারি স্কুল?

আমেরিকার (America) সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, ঐসময় দাঁড়িয়ে থাকা বিমানে উত্তেজনা সৃষ্টি হয়। আর এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় ম্যাসাচুসেটস স্টেট পুলিশ আধিকারিকরা। এরপর অভিযুক্ত যুবককে অর্থাৎ টোরেসকে আটক করেন তাঁরা। এই ঘটনার কারণে যুবকটিকে আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে জামিন দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই সাথে আদালত নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানির আগে ম্যাসাচুসেটস ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না তিনি।

আরও পড়ুনঃ এটাই হল ভারতের সবথেকে ধনী রেল স্টেশন! বার্ষিক আয় ৩৩৩৭০০০০০০০ টাকা, নাম জানেন?

এই বিষয় কি বললেন বিমানযাত্রীরা: আমেরিকার (America) বিমাবন্দরে ওই বিমানে থাকা এক যাত্রী এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। ওই যাত্রী জানিয়েছেন, “বিমানে ওঠার পর থেকেই ওই যুবক তাঁর প্রেমিকার সঙ্গে ঝগড়া করছিলেন। হঠাৎই নিজের আসন থেকে উঠে টোরেস বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন। পুরো খুলেও ফেলেন। আমরা তাঁকে আটকানোর চেষ্টা করি। তারপর ঘটনাস্থলে পুলিশ চলে আসে।”

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর