মাত্র দেড় শতক জমি নিয়ে লড়াই! নদিয়ায় মায়ের সামনেই বছর কুড়ির পড়ুয়াকে কুপিয়ে খুন

বাংলাহান্ট ডেস্ক : সামান্য কিছু জমি। আর তার জন্যই রক্তগঙ্গা বইল নদীয়ায় (Nadia)। মাত্র দেড় শতক জমির (Land issue) জন্য মায়ের (Mother) সামনেই খুন (Murder) হতে হল এক প্যারামেডিকেল পড়ুয়াকে (Student)। আততায়ী বুধবার রাতে কুড়ি বছর বয়সী হাসিবুল রহমান বিশ্বাসকে তার মায়ের সামনেই কুপিয়ে খুন করে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার নাজিরপুরের মৃগী এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রটি কর্নাটকের একটি বেসরকারি প্যারামেডিকেল কলেজের তৃতীয় বর্ষে অধ্যায়ন করছিল। নদীয়ার বাড়িতে তিনি সপ্তাহখানেক আগেই ফিরেছিলেন। মৃত ছাত্রর বাবা চাঁদ আলী বিশ্বাস একজন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ী (Businessman)। তিনি ব্যবসার কাজে উড়িষ্যায় গিয়েছেন তিন দিন আগে। বুধবার রাতে হাসিবুল ও তার মা সারজিনা বিবি বাড়িতে ছিলেন। সেই সময় বাড়িতে হানা দেয় দুষ্কৃতী। এরপর হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় হাসিবুলকে।

মৃত ছাত্রর মা সারজিনা বিবি জানিয়েছেন, “বুধবার রাত বারোটা নাগাদ ছেলের চিৎকার শুনে ছুটে যাই ওর ঘরে। তখন দেখি আমাদের এক প্রতিবেশী আমার ছেলেকে হাঁসুয়া দিয়ে কোপাচ্ছে। সারা ঘর ভেসে যাচ্ছে রক্তে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে। এরপর আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।”

murder representation

জানা গিয়েছে, বাড়ির পাশের দেড় শতক জমি নিয়ে এক প্রতিবেশীর সাথে তাদের দীর্ঘদিন বিবাদ চলছে। বিবাদ মেটাতে এর আগে গ্রামে একাধিকবার সালিশি সভাও বসে। কিন্তু তাতে কোন ফল হয়নি। এবার নিজের প্রাণের বিনিময়ে সেই বিবাদের মাশুল দিতে হল এক কুড়ি বছর বয়সী ছাত্রকে।অভিযোগের ভিত্তিতে তেহট্ট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী ও তার পরিবার পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর