খোয়া গেছে আধার কার্ড? নম্বরও মনে নেই? নো টেনশন! এবার নিমেষেই হবে সমাধান! কী করবেন?

বাংলাহান্ট ডেস্ক : ভারতের প্রত্যেকটি নাগরিকের কাছে বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় নথি হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হোক কিংবা অন্যান্য কাজ, আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। এই আধার কার্ডে (Aadhaar Card) থাকে ১২ নম্বরের একটি ইউনিক নম্বর। যেটিকে আধার নম্বর বলা হয়ে থাকে।

আধার কার্ড (Aadhaar Card), নাম্বার হারালে কী করবেন?

এই ১২ নম্বরের ইউনিক আধার নম্বর (Aadhaar Card) প্রত্যেকটি নাগরিকের স্বতন্ত্র পরিচিতি বহন করে। এক জন ব্যক্তির আঙুলের ছাপ ও চোখের রেটিনা সংযুক্ত থাকে আধার নম্বরের সাথে। নাম পরিবর্তন করলেও আধার কার্ডের নম্বরের মাধ্যমে আঙুলের ছাপ ও চোখের রেটিনার সহায়তায় শনাক্ত করা যায় নির্দিষ্ট ব্যক্তিকে।

   

আরোও পড়ুন : ‘মাস্টারমাইন্ড’ সন্দীপকেই সম্মান! নাকি অন্য কিছু? প্রকাশ্যে ABP’র ভিডিও….শেষমেশ মুখ খুলল চ্যানেল

ব্যাংক অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড, ভোটার কার্ড থেকে প্যান কার্ডের সংশোধন, ভারতবাসীর কাছে আধার কার্ডের (Aadhaar Card) মূল্য ঠিক কতটা তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই আধার কার্ড যদি হারিয়ে যায় তাহলে অনেক সময় পড়তে হয় সমস্যায়। অনলাইন মাধ্যমে সহজেই ডাউনলোড করে নেওয়া যায় ই-আধার কার্ড।

আরোও পড়ুন : এক্কেবারে Safest City! এই শহরগুলোয় অন্ধকারেও নিশ্চিতে ঘুরতে পারবেন আপনি! ভারতের কী হাল ?

কিন্তু আপনি যদি নিজের আধার নম্বরও (Aadhaar Number) ভুলে যান তাহলে আরো বড় সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তবে এই সমস্যা থেকে বেড়ানোর রয়েছে একটি সমাধান। আপনার আধার নম্বর জানার জন্য প্রথমে ভিজিট করতে হবে UIDAI-এর (Unique Identification Authority of India) ওয়েবসাইটে।

তারপর সেখানে থাকা পেজে দিতে হবে আধার কার্ডে দেওয়া নাম, মোবাইল নম্বর ও ক্যাপচা কোড। এরপর SEND OTP-তে ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে একটি ওটিপি। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে। তারপর সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আধার কার্ড।

aadhaar 1

আপনার আধার নম্বরের সাথে মোবাইল নম্বর যদি রেজিস্টার্ড না থাকে তাহলে ভিজিট করতে হবে স্থানীয় আধার সেবা কেন্দ্রে (Aadhaar Seva Kendra)। সেখানে কিছু তথ্য ও আপনার বায়োমেট্রিক প্রদান করলে আপনি পেয়ে যাবেন আধার কার্ডের প্রিন্ট।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর