বড়সড় আপডেট! বদলে গেল আধার কার্ডের এই নিয়ম; অবশ্যই মাথায় রাখুন, নাহলেই বিপদ

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে নতুন একটি মাস। আর নতুন একটি মাস, নতুনভাবে শুরু। মাসের শুরু থেকেই মধ্যবিত্তদের সবকিছু প্ল্যান করে নেওয়া থাকে। কোথায় কিভাবে খরচা করবে কিভাবে চলবে সমস্তটাই হিসাব মাফিক। তবে মাসের শুরুতে যেমন জীবনে পরিবর্তন আসে, তেমনি আসে বিশেষ কিছু নিয়মের পরিবর্তন। এই পরিবর্তনের জেরে মানুষকে পড়তে হয় বিভিন্ন সমস্যার মুখে।

কখনো রান্নার গ্যাসের দামে পরিবর্তন তো, আবার কখনো বিভিন্ন সরকারি নিয়মের পরিবর্তন। আর এবার অক্টোবরের শুরুতেই আধার কার্ড (Aadhaar Card) নিয়ে আসলো বিরাট পরিবর্তন। জানা যাচ্ছে আধার কার্ডের (Aadhaar Card) এই নিয়মের পরিবর্তন ২০২৪ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন। আর সেই নিয়মই কার্যকর হতে চলেছে অক্টোবরে। 

আধার কার্ডের (Aadhaar Card) ক্ষেত্রে কি সেই নিয়ম দেখে নিন:

এতোদিন পর্যন্ত সাধারণ মানুষ আধার কার্ডের নম্বর ব্যবহার করে প্যান কার্ড তৈরি করতেন। শুধুতাই নয়, আধার কার্ডের নথিভুক্তি নম্বরের মাধ্যমে আয়কর রিটার্ন ফাইল তৈরির জন্যও ব্যবহৃত হত। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এই নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে প্যান কার্ড তৈরি করতে এবং আইটিআর ফাইল তৈরি করতে আধার কার্ডের নথিভুক্তি নম্বর ব্যবহার করতে পারবে না, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

আরোও পড়ুন : সোনার দামে বিরাট পরিবর্তন! কলকাতায় হলুদ ধাতুর রেট কত, শুনেই আঁতকে উঠবেন না তো?

আধার কার্ডের (Aadhaar Card) এমন নিয়মের উদ্দেশ্য কি? 

কেন্দ্র সরকারের এমন নিয়মের কারণ হচ্ছে, সাইবার প্রতারকদের হাত থেকে সাধারণ মানুষদের রক্ষা করা। বর্তমান সময় আধার কার্ড (Aadhaar Card) ব্যবহার করে সমস্ত কিছুর অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তাই আধার কার্ডের ব্যবহার প্যান কার্ডেরবন্ধ হয়ে গেলে কিছুটা হলেও প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এছাড়াও প্যান কার্ডের সঙ্গে আয়কর বিষয়টি যুক্ত থাকে বলে এমন সিদ্ধান্ত।

update aadhaar card details online for free 1684817003533 1684817003725

ফলে আধার কার্ডের অপব্যবহার করা কমে যাবে। মানুষ জালিয়াতির হাত থেকেও বেঁচে যাবে। এই বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, দেশের সমস্ত মানুষের ব্যক্তিগত তথ্য যাতে সুরক্ষিত থাকে সেজন্য এই ব্যবস্থা নিয়েছে আয়কর বিভাগ। নতুন এই নিয়ম জানা থাকলে খুব সহজেই এই কাজ করতে পারবেন।  তবে যারা নতুন করে আধার কার্ডের আবেদন করেছেন, তাদের এই নিয়মের কারণে কিছুটা হলেও সমস্যার সম্মুখীন করতে হতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর