আধার কার্ডের বয়স দশ বছর হলেই তা করতে হবে আপডেট! নয়া বিজ্ঞপ্তি জারি UIDAI-এর

বাংলা হান্ট ডেস্ক: এবার আধার কার্ড সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করল আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India)। জানা গিয়েছে, এবার আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেলেই তা আপডেট করতে হবে। অর্থাৎ, নতুন নিয়ম অনুযায়ী, দশ বছর আগে যাঁরা আধার কার্ড বানিয়েছিলেন তাঁদের সবাইকে এবার নিজেদের কার্ড আপডেট করতে হবে।

ইতিমধ্যেই গত বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি সামনে আনা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যে সমস্ত ব্যক্তি দশ বছর আগে আধার কার্ড বানিয়ে একবারও তা আপডেট করাননি সেক্ষেত্রে এবার তাঁদের আধার কার্ড আপডেট করতে হবে। এদিকে এই আপডেটের জন্য তাঁদের সচিত্র পরিচয়পত্রসহ ঠিকানার সমস্ত বৈধ কাগজপত্র নতুন করে জমা দিতে হবে বলেও জানা গিয়েছে।

অনলাইন মারফত এই আপডেটের কাজ করা যাবে। সেক্ষেত্রে “মাই আধার” (My Aadhar) পোর্টালে গিয়ে আধার কার্ড আপডেট সম্পন্ন হবে। এছাড়াও, নিকটবর্তী কোনো আধার কেন্দ্রে গিয়েও এটি করা যাবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আদৌ এই আপডেট করানো বাধ্যতামূলক কি না সেই প্রসঙ্গে বিস্তারিত এখনও কিছু জানায়নি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।

তবে, বিভিন্ন সরকারি প্রকল্প এবং যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি বলে জানিয়ে দেওয়া হয়েছে আধার কর্তৃপক্ষের ওই বিজ্ঞপ্তিতে। আর সেই কারণেই সবাই এটিকে গুরুত্ব সহকারে দেখছেন।

Aadhaar card

পাশাপাশি, আরও জানা গিয়েছে যে আধার কার্ড আপডেটের ক্ষেত্রে এবার ফি দিতে হবে আধার কর্তৃপক্ষকে। পাশাপাশি, সচিত্র পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণও ওই পোর্টালে আপডেট করতে হবে বলে জানানো হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর