বাংলা হান্ট ডেস্কঃ এদেশের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হল আধার কার্ড (Aadhaar Card)। মোবাইল ফোনের সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ, প্রায় সবক্ষেত্রেই এই নথির দরকার হয়। এবার এই আধার কার্ড নিয়েই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশকে খারিজ করে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
আধার কার্ড (Aadhaar Card) দিয়ে আর হবে না এই কাজ!
ভারতীয় নাগরিকত্বের পরিচয় নয় আধার কার্ড, এই নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এবার এই নথিকে বয়সের প্রমাণপত্র হিসেবেও গ্রাহ্য করা যাবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, স্কুল লিভিং সার্টিফিকেটে যে বয়স থাকবে সেটাকেই প্রামাণ্য হিসেবে মানতে হবে।
একটি গাড়ি দুর্ঘটনার মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ ছিল, আধার কার্ডে থাকা বয়সকেই গ্রাহ্য করতে হবে। সেই অনুযায়ী দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তি ছিলেন ৪৭ বছর বয়সি। যে কারণে বিমা সংস্থাকে বাড়তি ক্ষতিপুরণ দিতে হচ্ছিল। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই সংস্থা। সেই মামলাতেই সর্বোচ্চ আদালত জানাল, আধার কার্ডে (Aadhaar Card) থাকা বয়সকে প্রামাণ্য হিসেবে গ্রাহ্য করা যাবে না।
আরও পড়ুনঃ ১৪,০০০ শূন্যপদে…! উচ্চ প্রাথমিক মামলা খারিজ! সুপ্রিম কোর্টের এক নির্দেশে তোলপাড়
২০১৫ জুভেনাইল জাস্টিস অ্যাক্টের ৯৪ নং ধারা অনুযায়ী, স্কুল লিভিং সার্টিফিকেটকেই সংশ্লিষ্ট ব্যক্তির বয়সকেই প্রামাণ্য হিসেবে গ্রাহ্য করতে হবে। সেই হিসেবে ওই ব্যক্তির বয়স ৪৫ বছর। বয়সের প্রমাণপত্র নয়, বরং আধার কার্ডের মাধ্যমে স্রেফ একজন ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠিত করা যাবে।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও আধার কার্ড (Aadhaar Card) নিয়ে একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল, সরকার নাগরিককে আধার কার্ড তৈরিতে বাধ্য করতে পারে না। এই নথি ছাড়াও এদেশের সকল নাগরিকের সরকারি পরিষেবা পাওয়ার অধিকার রয়েছে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত।