বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকার বুধবার জানিয়েছে যে, বায়োমেট্রিক পরিচয়পত্র আধার (Aadhaar Card) এর সাথে এখনো পর্যন্ত ৩২.৭১ কোটি PAN (Permanent Account Number) কার্ড যুক্ত হয়েছে। মাই গভর্নমেন্ট ইন্ডিয়া ট্যুইটারে লিখেছে, আধার কার্ডের সাথে এখনো পর্যন্ত ৩২.৭১ কোটির বেশি প্যান কার্ড যুক্ত হয়েছে। সরকার এর আগেই প্যানের সাথে আধার লিংক করার তারিখ বাড়িয়ে ৩১ মার্চ ২০২১ করে দিয়েছে। ট্যুইট অনুযায়ী, ২৯ জুন পর্যন্ত ৫০.৯৫ কোটি প্যান কার্ড বিতরণ করা হয়েছে।
Over 32.71 Crore PANs linked with the Aadhaar. pic.twitter.com/vicgS0qAJC
— MyGovIndia (@mygovindia) August 12, 2020
আয়কর বিভাগ অনুযায়ী, যদি নির্ধারিত সময়ের মধ্যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করা হয়। তাহলে সেগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। আরও একটি ট্যুইটে মাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জানিয়েছে যে, আয়কর রিটার্ন ভরা মানুষদের আয় বিতরণ গ্রাফের মাধ্যমে জানানো হয়েছে। আয়কর রিটার্ন ভরা ৫৭ শতাংশ মানুষ এমন আছে, যাঁদের বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজারের কম। পরিসংখ্যান অনুযায়ী, ১৮ শতাংশ মানুষ যাঁদের আয় ৫ লক্ষের বেশি, ১৭ শতাংশ মানুষ যাঁদের আয় ৫ থেকে ১০ লক্ষ আর সাত শতাংশ মানুষ যাঁদের আয় ১০ থেকে ৫০ লক্ষ তাঁরা ইনকাম ট্যাক্স রিটার্ন ভরে। আয়কর রিটার্ন ভরা মানুষদের মধ্যে কেবল মাত্র এক শতাংশই ৫০ লক্ষের বেশি আয় করেন।