এক্কেবারে ফ্রি! এরা অবশ্য বিনামূল্যেই পেয়ে যান আধার, কার্ড করতে কোন বয়সে কত খরচ জানেন?

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড (Aadhaar Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। শুধু পরিচয় পত্র হিসাবে নয়, সরকারি পরিষেবা পাওয়া থেকে শুরু করে অন্যান্য একাধিক কাজের জন্য প্রয়োজন হয় আধার নম্বর। আপনারা হয়ত জানেন আধার কার্ড (Aadhaar Card) আপডেট করতে লাগে অর্থ।

কোন বয়সে আধার কার্ড (Aadhaar Card) করতে কত টাকা খরচ

বর্তমানে আমাদের দেশে প্রচলিত রয়েছে ২ ধরনের আধার কার্ড (Aadhaar Card)। এক ধরনের আধার কার্ড প্রচলিত রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য। সাধারণত এই আধার কার্ডগুলি রেগুলার বা সাধারণ আধার কার্ড নামে পরিচিত। আরো এক ধরনের আধার কার্ড রয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য। এই আধার কার্ডকে বলা হয় বাল আধার বা নীল আধার।

   

আরোও পড়ুন : ১ টাকাই আপনার জীবনে আনবে ধনবর্ষা! এও কী সম্ভব? রোজ জমালেই পেয়ে যাবেন ৫৩ কোটি

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) (Unique Identification Authority of India) তথ্য অনুযায়ী, যে নাগরিকের বয়স 18 বছর বা তার বেশি তাদের আধার কার্ড (Aadhaar Card) অন্তর্ভুক্তি বা আপগ্রেডেশনের জন্য দেওয়া হয় বিভিন্ন ফর্ম। আলাদা আধার আপডেট রয়েছে 0-5 এবং 5-18 বয়সের শিশুদের জন্য। বাল আধার বায়োমেট্রিক আপডেটের জন্য লাগেনা কোনও অর্থ।

আরোও পড়ুন : উঠল ‘ভিসা দে, ভিসা দে’…রব! এবার উত্তাল ভারতীয় ভিসা সেন্টার, ঢুকে পড়ল শয়ে শয়ে ক্ষুব্ধ বাংলাদেশী

5 থেকে 7 বছর বয়সের মধ্যে এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক্স ডেটা, যেমন আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ফটো আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। অন্যান্য নাগরিকরা যদি আধার আপডেট করতে চান তাহলে তাদের দিতে হবে 100 টাকা। যে শিশুর বয়স 5 বছর বা তার বেশি তাদের আধার কার্ড (Aadhaar Card) আপডেট করা প্রয়োজনীয়।

Aadhaar card 1500

কারণ নিয়ম অনুযায়ী এই শিশুদের আগের আধার কার্ডে সংগ্রহ করা হয়নি বায়োমেট্রিক্স ডেটা। নথিভুক্ত সদস্যের নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা,  ফোন নম্বর, বা ইমেল ঠিকানা পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে জনসংখ্যা সংক্রান্ত ব্যাপারে আপডেটেড জন্য। যদি একই সময় বায়োমেট্রিক আপডেট করা হয় তাহলে অর্থের প্রয়োজন হয় না। আলাদাভাবে করতে গেলে 50 টাকা চার্জ লাগে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর