বাংলাহান্ট ডেস্ক : আধার (Aadhaar Card) সংক্রান্ত আইনে সংশোধন করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। এবার থেকে বেসরকারি সংস্থার মাধ্যমেও সম্পন্ন করা যাবে আধার কার্ড যাচাই বা অথেন্টিকেশন প্রক্রিয়া। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে।
আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বড় তথ্য
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে ‘আধার অথেন্টিকেশন ফর গুড গভর্নেন্স (সামাজিক কল্যাণ, উদ্ভাবন, জ্ঞান) সংশোধন নিয়ম, ২০২৫’ জারি করা হয়েছে। সংশোধিত আইনে বলা হয়েছে, আধারের তথ্য যাচাইয়ের দায়িত্বভার দেওয়া যেতে পারে বেসরকারি সংস্থাকেও। তবে সংস্থার প্রস্তাবিত পরিকল্পনার অনুমোদন থাকা আবশ্যিক।
আরোও পড়ুন : আরো পাকিয়ে গেল জট, শুক্রবার থেকেই বন্ধ শুটিং! মাথায় হাত দর্শকদের
কেন্দ্রীয় সরকার মনে করছে, আধার (Aadhaar Card) অথেন্টিকেশনের দায়িত্ব বেসরকারি সংস্থাকে দিলে পরিষেবা প্রদান আরো সহজ হবে। এছাড়াও স্বচ্ছতা বজায় থাকবে গ্রাহকের তথ্যে। আধার অথেন্টিকেশনের কাজ করার জন্য বেসরকারি সংস্থাকে সরকারের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে ।
আরোও পড়ুন : আঙুল ফুলে কলাগাছ! গ্রাহককে ‘দূর দূর’ করে তাড়ালেন নন্দিনীর বাবা, রেস্তোরাঁয় ভেজ থালির দাম কত জানেন?
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিষেবা প্রদান, উদ্ভাবন এবং জ্ঞানের প্রসার ও সামাজিক কল্যাণ ক্ষেত্রে অপব্যবহার রুখতে বেসরকারি সংস্থাগুলি আধার যাচাইয়ের কাজ করার এক্রিয়ার পাবে। কেন্দ্রীয় সরকারের দাবি, ই-কমার্স, ভ্রমণ, পর্যটন, হোটেল, স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে পরিষেবা আরো মসৃণ হবে আধার আইন সংশোধনীর ফলে।
কোনো বেসরকারি সংস্থা যদি আধার যাচাইকরণের কাজ করতে চায় তাহলে তাদের আবেদন জানাতে হবে নির্দিষ্ট পোর্টালে। সংস্থার বিবরণ সহ কাজ করার উদ্দেশ্য স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে আবেদন পত্রে। বেশ কয়েকটি ধাপের মাধ্যমে যেতে হবে আবেদনকারী সংস্থাকে। সবশেষে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিললে বেসরকারি সংস্থা আধার যাচাইকরণের অনুমতি পাবে।