করোনার জের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল রাজ্যের আধার কেন্দ্রগুলি

বাংলাহান্ট ডেস্কঃ চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫১ জনে।চীন এবং দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক উন্নত হলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল বাড়ছেই। বিশ্বের বিভিন্ন দেশে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। দেশের বেশিরভাগ রাজ্যেও ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

এবার   করোনা রুখতে রাজ্যের সমস্ত আধার কার্ড কেন্দ্রগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে এই মর্মে জেলায় জেলায় নির্দেশিকা নবান্নের তরফ থেকে জানানো হয়োছে।জানা যাচ্ছে  স্বরাষ্ট্র দফতরের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ভারতে ইতিমধ্যেই ১৭৪ জন এই ভাইরাসে সংক্রামিত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪ জন।

aadhar image 9 1 1

 

এর আগে বন্ধ হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম। খবর, বাড়ি থেকে কর্মীদের কাজ করার নির্দেশ পাঠানো হয়েছে। গোটা হাইকোর্ট চত্বরে রবিবার থেকেই শুরু হয়েছে সাফাই পর্ব। আজ থেকে রাজ্যের সমস্ত আদালত কাজ নিয়ন্ত্রিত হবে৷ অর্ধেক বা তারও কম কর্মী নিয়ে কাজ চলবে আদালতের ৷

কলকাতা হাইকোর্টের পাশাপাশি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, আন্দামান-নিকোবর সার্কিট বেঞ্চ, জেলা ও মহকুমা আদালত সহ কলকাতা হাইকোর্টের মূল কাজকর্ম ব্যাহত হবে৷ জরুরি শুনানি ছাড়া আর কোনো কাজ হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ এজলাসে শুধুমাত্র মামলাকারী ও আইনজীবীরা উপস্থিত থাকতে পারবেন৷

সম্পর্কিত খবর