ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ! কেন্দ্রের কী কী সতর্কীকরণ, জানুন

বাংলা হান্ট ডেস্কঃ  কেন্দ্রীয় সরকারের একের পর এক দেশবাসীর প্রয়োজনীয় নথিতে সংস্কার করতে চাইছে। দিন কয়েক আগেই জানা গেল একটি নিয়ম আসতে চলেছে রেশন কার্ডের বিষয়ে, ‘এক দেশ এক রেশন কার্ড’। এবার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর বিষয়ে নিয়ে সতর্ক করল মোদি সরকার।ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের ক্ষেত্রে কয়েকটি নিয়ম অবলম্বন করতে হবে। নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় আইনমন্ত্র্রক।

hfdejBDGcPdZNVw 800x450 noPad

আইন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী কী কী সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ইলেকটোরাল রোল ডেটাবেস কোনওভাবেই আধার ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

গত বছর কেন্দ্রীয় আইন মন্ত্রককে লেখা একটি চিঠিতে নির্বাচন কমিশন রিপ্রেজেনটেশন অফ দা পিপল অ্যাক্ট ১৯৫০ এবং আধার অ্যাক্ট ২০১৬-তে কয়েকটি সংশোধনীর প্রস্তাব করেছিল। সেই সংশোধন কার্যকর হলে নির্বাচনী আধিকারিক ভোটার তালিকায় নতুন নাম তোলা বা ইতিমধ্যেই ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের আধার নম্বর চাওয়া হতে পারে।

তবে কেউ তাঁর আধার নম্বর বলতে না পারলেও ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে তা বাধা হবে না। আধার নম্বর না থাকলেও ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে না বলেও জানানো হয়েছে। আধার তথ্য সংগ্রহ করে অবৈধ ভোটারদের চিহ্নিত করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলা জানিয়েছে নির্বাচন কমিশন।

 

 


সম্পর্কিত খবর