ফ্রি’তেই হয়ে যাবে আধার কার্ডের ঠিকানা বদল! জানেন,আর কদিন সময় আছে? দেখুন কীভাবে হবে

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রত্যেক ভারতীয়র কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে আধার কার্ড। সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে আধার কার্ড বাধ্যতামূলক। তবে আধার নিয়ে অনেক সময় দেখা যায় নাগরিকদের পোহাতে হয় হয়রানি। কখনো নাম-ঠিকানা ভুল, আবার কখনো জন্মতারিখে সমস্যা, তাই মাঝেমধ্যেই আপডেট (Aadhaar Update) করার প্রয়োজন হয় আধার।

Aadhaar card

আবার বাড়ি বদলালে আধার কার্ডে ঠিকানা আপডেট (Aadhaar Update) করার সমস্যাও দেখা দেয়। তবে বর্তমানে আধার কার্ডের ঠিকানা বদল করতে পারেন বাড়িতে বসেই। আধার কার্ড বিষয়ক নিয়ামক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (UIDAI) জানিয়েছে, গ্রাহকরা আধার কার্ডের নাম ও ঠিকানা বিনামূল্যে বদল করতে পারবেন ২০২৫ সালের ১৪ই জুন পর্যন্ত।

অনলাইনে বিনামূল্যে আধার আপডেট (Aadhaar Update) করার পদ্ধতি: 

অনলাইনে বিনামূল্যে আধার আপডেট করার জন্য ভিজিট করতে হবে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই পেয়ে যাবেন আধার সেল্ফ-সার্ভিস পোর্টালের লিঙ্ক। এই লিংকে ক্লিক করার পর আধার নম্বর, ক্যাপচা এবং ওটিপি-র মাধ্যমে লগ ইন করে নিতে হবে। তারপর আপলোড করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট।

আরোও পড়ুন : গাড়ি ঘিরে দাঁড়িয়ে একদল লোক, হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ বলে ছাড়া পেলেন সইফ পুত্র ইব্রাহিম!

আধারে ঠিকানা বদল: আধার কার্ডের ঠিকানা বদল (Address Change) করতে চাইলে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (at myaadhaar.uidai.gov.in) ভিজিট করতে হবে।  ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এ ক্লিক করলে আপনার কাছে জানতে চাওয়া হবে ১২ সংখ্যার আধার নম্বর। তারপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপির মাধ্যমে লগইন করে যেতে হবে ‘প্রসেস টু আপডেট অ্যাড্রেস’-এ।

Aadhaar Update

এরপর আপনাকে দিতে হবে নতুন ঠিকানা। এই ঠিকানার সাপেক্ষে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। আপলোড প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন এসআরএন। এই এসআরএন নম্বরের মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারেন আপনার আবেদনের স্ট্যাটাস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর