১৪ই জুনের মধ্যে করে ফেলুন আধার কার্ডের এই কাজ! এড়িয়ে গেলেই পড়বেন বড়সড় সমস্যায়

বাংলাহান্ট ডেস্ক : আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে প্রত্যেক দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। আধার কার্ডের সাহায্যে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। এছাড়াও অন্যান্য সরকারি ও বেসরকারি নথিতে আধার কার্ড সংযোগ এখন বাধ্যতামূলক। বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার সংযোগ বাধ্যতামূলক।

এবার আধার কার্ডের ব্যাপারে একটি বড় আপডেট সামনে এসেছে। UIDAI জানিয়েছে যে সকল নাগরিকদের আধার কার্ড দশ বছর আগে তৈরি হয়েছে তাদেরকে পুনরায় আপডেট (Update) করতে হবে আধার। আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তাজনিত কারণে।

আধার কার্ড আপডেট না করলে পুরনো আধার কার্ড বৈধ বলে বিবেচিত হবে না বলেও জানানো হয়েছে। যে সকল নাগরিকদের ১০ বছরের পুরনো আধার কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। জানানো হয়েছে যারা আগামী ১৪ই জুনের মধ্যে তাদের আধার কার্ড আপডেট করবেন তাদেরকে কোনও পয়সা দিতে হবে না।

এখনো পর্যন্ত জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ১৪ই জুনের পর আধার কার্ড আপডেট করলে গুনতে হবে বাড়তি টাকা। বর্তমানে ভারতের অধিকাংশ নাগরিকের আধার কার্ডের বয়সই ১০ বছরের অধিক। UIDAI লক্ষ্যমাত্রা রেখেছে আগামী তিন মাসের মধ্যে এই সব আধার কার্ডগুলিকে আপডেট করানোর। যে সকল নাগরিকেরা ১৪ই জুনের পর আধার কার্ড আপডেট করাবেন তাদের চার্জ হিসেবে দিতে হবে ৫০ টাকা।

AADHAAR CARD Two

আধার কার্ড আপডেট করার জন্য আপনারা যেতে পারেন ইউআইডিএআই এর ওয়েবসাইটে। সেখানে নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে লগইন করতে হবে। এরপর আপনাকে ক্লিক করতে হবে ডকুমেন্ট আপডেট বিকল্পে। এরপর সেখানে আপনাকে আপলোড করতে হবে আইডি প্রুফ ও এড্রেস প্রুফ।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর