নবজাতকের জন্মের শংসাপত্রের সঙ্গেই পেয়ে যাবেন আধার কার্ড, শুরু হচ্ছে নতুন সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : নবজাতকদের জন্ম শংসাপত্র সহ ‘আধার’ নম্বর নিবন্ধনের সুবিধা আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত রাজ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, বর্তমানে ১৬টি রাজ্যে নবজাতক শিশুদের আধার রেজিস্ট্রেশনের সুবিধা রয়েছে। এই প্রক্রিয়াটি এক বছর আগে শুরু হলেও এখন অনেক রাজ্য এই নিবন্ধিকরণে যোগ দিচ্ছে।

দেশে প্রায়ই দেখা গেছে যে নবজাতক শিশুর জন্মের পর, তাদের বয়স 5 থেকে 10 বছর হয়ে যায় যখন তাদের রেকর্ড সরকারি তথ্যে আসে। এ কারণে অনেক সময় সেই সন্তানের নাম বা পিতা-মাতার নাম, জন্ম তারিখ ভুল হয়ে যায়। এ ধরনের শিশুদের ভবিষ্যতে অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু এখন সরকার মনে করছে যে নবজাতক শিশুদের জন্ম শংসাপত্রের সাথে তাদের ‘আধার’ নম্বর নিবন্ধনের সুবিধা পাওয়া উচিত।

কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আশা প্রকাশ করেছে যে আগামী কয়েক মাসের মধ্যে সমস্ত রাজ্যে এই সুবিধা শুরু হবে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না। বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করা হয় যখন শিশুর বয়স ৫ বছর এবং তারপরে ১৫ বছর।

এখন লক্ষ্য হল জন্ম শংসাপত্রের সাথে সন্তানের আধার ইস্যু নিশ্চিত করা এবং এর জন্য UIDAI ভারতের রেজিস্ট্রার জেনারেলের সাথে কাজ করছে। সূত্রের খবর, এই ১৬টি রাজ্যে যখনই জন্ম শংসাপত্র জারি করা হয়, তখনই তার বার্তা পাঠানো হয় UIDAI সিস্টেমে।

pvc aadhar

এরপরে, শিশুর ছবি এবং ঠিকানার মতো বিশদ বিবরণ পাওয়ার সাথে সাথে তার আধার নম্বর তৈরি হয়। ভারতে এখনও পর্যন্ত ১৩৮ কোটি মানুষ আধারে তালিকাভুক্ত। গত বছর আধার আপডেট ও সংযুক্তিকরণ করা হয়েছে ২০ কোটি মানুষের। নতুন নথিভুক্তকরণের সংখ্যা ৪ কোটি। সেই তালিকায় রয়েছে নবজাতকরাও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর