বিরাট কোহলি এবং জো রুটের আসল পার্থক্য কোথায়? ব্যাখ্যা করলেন আকাশ চোপড়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন অধিনায়ক জো রুট। যদিও সিরিজের প্রথম দুই টেস্টে পারফরম্যান্স সেভাবে ভালো ছিলনা ইংল্যান্ডের কিন্তু ব্যাট হাতে বরাবরই সফল হয়ে এসেছেন রুট। লর্ডসে হারের পর এই মুহূর্তে ইংল্যান্ড যে সিরিজে সমতা ফিরিয়েছে তার অন্যতম কারণও এই ব্রিটিশ অধিনায়ক। ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে তিন ম্যাচে ১২৬.৭৫ গড়ে ৫০৭ রান সংগ্রহ করেছেন তিনি। যার মধ্যে একটি ১৮০ রানের দুরন্ত ইনিংস মিলিয়ে রয়েছে মোট তিনটি সেঞ্চুরি। অন্যদিকে কোহলির জন্য ইংল্যান্ড সফর ফের একবার সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিন ম্যাচে ২৪.৮০ গড়ে তার সংগ্রহ ১২৪ রান, রয়েছে মাত্র একটি হাফ সেঞ্চুরি।

রুট এবং কোহলির খেলায় আসল পার্থক্যটা ঠিক কোথায়? এবার সেটাই বাতলে দেবার চেষ্টা করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে শুরু থেকেই ম্যাচের বিশ্লেষণ করে আসছেন আকাশ। রুট এবং কোহলি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “দুজনের রানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। রুট পাঁচশোর বেশি রানে পৌঁছে গিয়েছেন। থামবার কোন লক্ষনই নেই তার, লাগাতার দুর্দান্ত পারফরম্যান্স করছেন। অন্যদিকে কোহলি রান করার উপায় বের করার চেষ্টা করছেন। এটা সহজ না।”

চোপড়ার মতে, কোন ব্যাটসম্যান আসলে যেখান থেকে শুরু করেন সেটাই তার আত্মবিশ্বাসের পার্থক্য গড়ে দেয়। ভারত শেষ টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতে। সেখানে ভারতের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ছিলেন রোহিত শর্মাই। সেঞ্চুরি পেয়েছিলেন পান্থ এবং অশ্বিনও। কিন্তু সেখানেও ইংল্যান্ড অধিনায়কের পারফরম্যান্স ছিল দেখার মতো। আকাশ বলেন, খেলোয়াড়রা অনেক সময় তাদের সোনালী অধ্যায়ের মধ্যে থাকেন। যেমন এখন রুট রয়েছেন। ২০১৮ সালে বিরাট কোহলিও এই একই অধ্যায়ের মধ্যে দিয়ে চলেছিলেন।

তার মতে, প্রত্যেক বড় খেলোয়াড়ের জীবনে একটা সময় আসে যখন তাকে রানের খোঁজ করতে হয়। উপায় খুঁজে বের করার চেষ্টা করতে হয়। বিরাট এখন সেই সময়ের মধ্যে দিয়ে চলেছেন। আর সেটাই রুট এবং বিরাটের মধ্যে আসল পার্থক্য গড়ে দিয়েছে।

 

সম্পর্কিত খবর

X