বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে মারাত্মক হারের পর এই মুহূর্তে পরবর্তী পর্যায়ে যাওয়া ভারতের জন্য কঠিন হয়ে পড়েছে। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে ক্ষীণ আশা তৈরি হবে ঠিকই, তবে ভারতকে তাও নির্ভর করতে হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের হার-জিতের উপর। যদিও এই দুধের শিশুদের উপর নির্ভর করে নিউজিল্যান্ডের মত মহারথীকে হারানো রীতিমতো অসম্ভব, তবে সেই আশা বজায় রাখতে গেলেও আজ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতে নিতে হবে ভারতীয় দলকে।
এবার এই ম্যাচের জন্যই নিজের সম্ভাব্য একাদশ বেছে নিলেন আকাশ চোপড়া। একইসঙ্গে রবীচন্দ্রন অশ্বিন এবং রহুল চাহারকে বাইরে বসিয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এই সম্ভাব্য একাদশ বাছতে গিয়ে আকাশ বলেন, “আপনি বরুণ চক্রবর্তীকে খেলাতে চান, কিন্তু বরুণ চক্রবর্তী গত দুই ম্যাচে ততটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি। রহুল চাহার এবং রবিচন্দ্রন অশ্বিন, আপনার কাছে দুটো বিকল্প রয়েছে। অশ্বিনের গল্পটা হল আপনি আপনার দলে এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাছাই করেছেন, তাহলে তাকে খেলাচ্ছেন না কেন?” অভিজ্ঞ একজন খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখা কোন কাজের কথা নয় এমনটাই মত আকাশ চোপড়ার।
একইসঙ্গে তিনি এই ম্যাচের জন্য বরুণ চক্রবর্তীর বদলে রহুল চাহারকে বেছে নিয়েছেন। এই প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে তিনি বলেন, “এখানেই বাছাই পর্ব এবং টিম ম্যানেজমেন্টের নির্বাচন কিছুটা আলাদা হয়ে যায়। আপনি যদি এমন একজন অভিজ্ঞ খেলোয়াড়কে দলে বাছাই করেন এবং আপনাকে তাকে বেঞ্চে রাখতে হয়, তাহলে আপনি রবি বিষ্ণোইয়ের সাথেও এটি করতে পারেন। কিন্তু আমি এখনও তাকে (অশ্বিন) খেলতে চাই না, আমি রাহুল চাহারের সাথে যাচ্ছি।”
আফগানিস্তানের বিরুদ্ধে আকাশ চোপড়ার প্লেয়িং ইলেভেন: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব/ইশান কিশান, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, রাহুল চাহার।