এই ২ খেলোয়াড় পেতে চলেছেন অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ, ভবিষ্যতবাণী করলেন আকাশ চোপড়া

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ক্রিকেট ছেড়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল। ক্রিকেট ছাড়ার পর বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করে চলেছেন। এছাড়াও মাঝেমধ্যেই ক্রিকেট নিয়ে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে থাকেন তিনি। এছাড়াও ক্রিকেটের নানান বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় আকাশ চোপড়াকে। কখনো টিভির পর্দায়, কখনোবা নিজের ইউটিউব চ্যানেলে তিনি প্রায়ই ক্রিকেটের নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আর আকাশ চোপড়ার এই সমস্ত আলোচনা বেশ আকর্ষণীয় ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছেও।

আর মাত্র দুই দিনের অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে আইপিএল 2021। আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ নিয়ে একদিকে যেমন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে তেমনই আইপিএল নিয়ে বিস্তর আলোচনা করছেন আকাশ চোপড়াও। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে আইপিএল নিয়ে আলোচনা করার সময় এক বিশেষ ভবিষ্যৎবাণী করে বসেন আকাশ চোপড়া। 2021 আইপিএলে পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ কোন দুই ক্রিকেটার পেতে চলেছেন সেই নিয়ে নিজের মতামত জানালেন আকাশ চোপড়া।

আকাশ চোপড়ার মতে আইপিএল 2021 এ পার্পেল ক্যাপ পাওয়ার অন্যতম প্রধান দাবিদার সানরাইজার্স হায়দারাবাদের তরুণ আফগানী স্পিনার রাশিদ খান। আকাশ বলেন যেহেতু ভারতের পিচ কিছুটা স্পিনারদের সহায়তা করে তাই এই ব্যাপারে রাশিদ খান অনেকটা এগিয়ে থাকবে। তবে রাশিদকে কড়া টক্কর দেবেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ।

অপরদিকে অরেঞ্জ ক্যাপের দাবীদার হিসেবে আকাশ চোপড়া বাজি ধরেছেন বিরাট কোহলির ওপর। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স এবং আইপিএল ইতিহাসে বিরাট কোহলির ব্যাট হাতে জুড়ি জুড়ি রান করার ওপর ভিত্তি করেই বিরাট কোহলির ওপর অরেঞ্জ ক্যাপের বাজি ধরেছেন আকাশ চোপড়া।

X