বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে ভারতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে একাধিক ম্যাচ খেলেছে। বছরের শুরু থেকে দেশের এবং বিদেশের মাটিতে একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলে ইতিবাচক পারফরম্যান্স করেছিলেন রোহিত শর্মারা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে হতাশাজনক পারফরম্যান্সের পর অনেক ক্রিকেট ভক্তই আশা করেছিলেন এইবারের বিশ্বকাপে হয়তো রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। কিন্তু তেমনটা হয়নি।
বিশ্বকাপে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ভারত। তারপর অনেক ক্রিকেট বিশেষজ্ঞই অনেক কিছু ভুলত্রুটি তুলে ধরেছেন ভারতীয় দলের। অনেকে আবার দোষারোপ করেছেন আইপিএলকে। আইপিএলের কারণেই ভারতীয় দল টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো পারফর্ম করতে পারছেন না, এমন ধারণা অনেকেরই।
এবার এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকারের কাজ করা আকাশ চোপড়া। তার মতে আইপিএলে কোন একটি ভূমিকায় একজন ক্রিকেটারের পারফরম্যান্স দেখে তাকে ভারতীয় দলে সামিল করা হয়, তারপর তাকে জাতীয় দলে সম্পূর্ণ অন্য ভূমিকায় খেলতে বাধ্য করা হয়। সবক্ষেত্রে ক্রিকেটাররা এই কাজে সফল হন না। সে ক্ষেত্রে ওই ক্রিকেটার ধীরে ধীরে হারিয়ে যান।
উদাহরণ হিসেবে তিনি টেনে এনেছেন ভেঙ্কটেশ আইয়ারের পুরো কথা। কেকেআরের হয়ে ওপেনিং করতে নেমে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই ভারতীয় তারকা। তারপর ভারতীয় দলের সুযোগ পেলেও ওপেনিং করার সুযোগ পাননি তিনি। তাকে মিডিল অর্ডারে খেলানোর চেষ্টা করেছিল ভারতীয় ম্যানেজমেন্ট।
বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ওই জায়গায় সাফল্য পেলেও ধীরে ধীরে ধারাবাহিকতার অভাবে ভারতীয় দল থেকে এক বছরের মধ্যেই হারিয়ে যান তিনি। এই জিনিসটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে আকাশ চোপড়া মন্তব্য করেছেন, “দেখুন কিভাবে ওপেনার হিসেবে সাফল্য পেয়ে জাতীয় দলে জায়গা পেয়ে তাকে ফিনিশার হিসেবে ব্যবহার করা হয় এবং তিনি ধীরে ধীরে ভারতীয় দল থেকে হারিয়ে যান। এমনটা কখনোই উচিত নয়।”