টানা ৪ হার, ভারত ছেড়ে ঢাকায় ফিরলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব! ‘বিরক্তিকর’, মন্তব্য আকাশ চোপড়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ (Bangladesh Cricket Team)। কিন্তু তারপর যতদিন এগিয়েছে পরিস্থিতি ক্রমশই সঙ্গীন হয়ে উঠছে। পরপর চার ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক ভাবে হার মানতে হয়েছে সাকিব আল হাসানদের (Shakib Al Hasan)। ফলে অত্যন্ত কষ্টে রয়েছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

তবে এরই মধ্যে আচমটাই ভারত ছেড়ে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই মুহূর্তে ঢাকায় রয়েছেন তিনি। দিল্লি থেকে সোজা ঢাকাতে এসেছেন সাকিব আল হাসান। ছোটবেলার কোচ সালাউদ্দিনের সাথে অনুশীলন করতে মিরপুরে এসেছিলেন সাকিব আল হাসান। কলকাতায় নিজেদের পরবর্তী ম্যাচগুলোর আগে আবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

bangladesh 1 team

বাংলাদেশ সমর্থকরা এই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট নয়। তাদের দাবি বিশ্বকাপের সবচেয়ে বড় কোচিং প্যানেল এবং ভারতের সব মাঠে আঞ্চলিক থ্রোয়ার নিয়োগ করেও যখন ক্যাপ্টেনকে ফর্মে ফিরতে তার প্রাইমারী কোচের কাছে ফিরে আসতে হয়, তখন বুঝে নিতে হয় যে গলদটা কোথায়।

আরও পড়ুন: পাকিস্তানের এই অবস্থার জন্য ভারতীয় দল আর BCCI দায়ী! অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

সাকিব আল হাসান এর আগেও এমন কাজ করেছেন আবার এমন সিদ্ধান্তের পর সাফল্যও হয়েছেন। তবে তাদের প্রশ্ন দলের বাকি যে ১৪ জন খেলোয়াড় রয়ে গেলো, তাদের কি হবে? যেখানে দলের অধিনায়ক দল ছেড়ে নিজেকে প্রস্তুত করতে একটা টুর্নামেন্টের মাঝ পথে ফিরে আসেন সেখানে দলের বাকিরা যে এই কোচিং প্যানেলের কাছ থেকে নিজেদের সেরা টা বুঝে পাচ্ছেন তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠবেই।

আরও পড়ুন: RSS-এর জঙ্গিদের ভয়ে ভারতের স্টেডিয়ামে ভালো খেলতে পারছে না পাকিস্তান! বিস্ফোরক পাক অভিনেত্রী

২০১৯ বিশ্বকাপে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই দাপিয়ে পারফরম্যান্স করেছিলেন সাকিব। কিন্তু চলতি বিশ্বকাপে তিনি আগের বারের ছায়া মাত্র। বাংলাদেশের সেমিফাইনালে ওঠার আসা অঙ্কের হিসেবে এখনো পুরোপুরি শেষ হয়নি। কিন্তু তাদের এই পারফরম্যান্স নিয়ে খুবই হতাশ গোটা ক্রিকেট বিশ্ব। ধারাভাষ্যকার এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া (Aakash Chopra) সরাসরি জানিয়ে দিয়েছেন যে দু দশক আগে টেস্ট খেলার স্বীকৃতি পাওয়া একটা দলের পারফরম্যান্স যেমন হওয়া উচিত ছিল বাংলাদেশের পারফরম্যান্স তার ধারে কাছেও নয় এবং তা যেন ক্রমশই বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে। এর জবাব কি বাংলাদেশ পরবর্তী ম্যাচ গুলিতে দিতে পারবে?

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর