ম্যাচ বাতিল হওয়ায় ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছিল ভন, মোক্ষম জবাব দিল আকাশ চোপড়া

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে আসছেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা। এই দলের মধ্যে অবশ্যই অন্যতম প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন। ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসার পরেই টুইটারে তিনি লিখেছিলেন, ভারত ইংল্যান্ডের পদমর্যাদার আঘাত করেছে। এরপরেও থামেননি ভন, টেলিগ্রাফে কলাম লিখতে গিয়ে তিনি লেখেন, “সত্যি কথা বলতে, সবই টাকা এবং আইপিএলে জন্য। টেস্ট বাতিল করা হয়েছে কারণ খেলোয়াড়দের অবশ্যই করোনা সংক্রমণের ঝুঁকি এবং আইপিএল মিস করার আশঙ্কা ছিল। এক সপ্তাহের মধ্যে আমরা আইপিএল দেখব এবং খেলোয়াড়রা হাসিমুখে খুশি হয়ে মাঠে এদিকে ওদিকে দৌড়াচ্ছে। কিন্তু তাদের পিসিআর পরীক্ষার উপর নির্ভর করা উচিত ছিল।”

শুধু কলামেই শান্ত হয়নি এই প্রাক্তন ইংরেজ অধিনায়কের ক্ষোভ এরপর ফের টুইটারে তিনি লেখেন, “আইপিএল দল চার্টার্ড প্লেনের ব্যবস্থা করছে। সংযুক্ত আরব আমিরশাহীতে ছ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। টুর্নামেন্ট শুরু হতে এখনও সাত দিন বাকি। পঞ্চম টেস্ট ম্যাচ বাতিলের কারণ আইপিএল ছাড়া আর কিছু নয়, আমাকে বোঝাতে আসবেন না।” তার এই পরপর বিষাক্ত প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়েছিল সিরিজের শুরু থেকেই। এবার ভারতের একটি দুর্বল দিক খুঁজে পেতে না পেতেই বারংবার একইরকম আক্রমণ চালিয়ে যাচ্ছেন এই ইংরেজ ক্রিকেটার।

এবার কার্যত তাকে আয়না দেখালেন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ভনের তীব্র সমালোচনা করে নিজের টুইটে এদিন আকাশ লেখেন, “ইংল্যান্ডও দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দিয়েছিল একই রকম পরিস্থিতিতে, সেবারও কারণ ছিল করোনার দ্রুত ছড়িয়ে পড়া।” এই টুইটেরই নিচে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন আকাশ, তিনি লেখেন, “আমি নিজে এমন একটি বায়োবাবেলের মধ্যে ছিলাম যেখানে হঠাৎ একটি কোভিড কেস ধরা পড়ে। আমি আপনাকে বলতে পারি এটা কতখানি অস্বস্তিকর, যখন আপনার সন্তানের কাছে আপনাকে যেতে হচ্ছে ১০০ ভাগ নিশ্চিত না হয়েই।”

কার্যত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিসিসিআই এবং ইসিবির যৌথ আলোচনায়। ইতিমধ্যেই তারা ম্যাচ রিসিডিউল করার কথাও বলেছে। কিন্তু ভন এসব পাত্তা দিতে রাজি নন। তার লক্ষ্য যেকোনও মূল্যে ভারতকে পরপর আক্রমণ করে যাওয়া। আর তারই এবার মুখের মত জবাব দিলেন আকাশ।

 


Abhirup Das

সম্পর্কিত খবর