এই ভারতীয় দল অনেক দুর্বল, প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে নেতিবাচক মন্তব্য আকাশ চোপড়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঠে নামছে রিশভ পন্থের ভারতীয় দল। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তেম্বা বাভুমা-দের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় দুই দল একে অপরের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট এবং ওয়ান ডে সিরিজ হেরে ফিরেছে ভারত বছরের শুরুরদিকে। তাই ঘরের মাটিতে এই সিরিজ প্রোটিয়াদের বিরুদ্ধে বদলা নেওয়ার। কিন্তু তার আগে ভারতীয় দলকে অত্যন্ত দুর্বল বলে আখ্যা দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।

আকাশ চোপড়ার মতে ভারতীয় দল এই মুহূর্তে অভিজ্ঞতার অভাবে ভুগছে। রোহিত, বিরাট, বুমরা, শামিদের বিশ্রাম দেওয়া হয়েছে। তার মধ্যে লোকেশ রাহুল কুঁচকিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন এবং কুলদীপ যাদবের ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে হাতে পাওয়া চোট ভারতকে আরও বেকায়দায় ফেলেছে। দুজন ছিটকে গেলে তাদের কোনও পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করেনি বিরাট। তার মতে তাই এই সিরিজে অ্যাডভান্টেজ দক্ষিণ আফ্রিকাই। কিন্তু তার এই দাবি মানতে নারাজ একাংশের ক্রিকেট প্রেমীরা।

aakash chopra 1

অনেকেই মনে করছেন যে ভারতীয় দলে তারুণ্যের আধিক্য থাকলেও প্রত্যেকেই বড় মঞ্চের চাপ সামলানোর যোগ্য। দলে এখনও দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমারদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন যারা প্রয়োজনে দলকে সাহায্য করতে পারবেন। তাই এতটা খারাপ ধারণা করারও কোনও কারণ নেই।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
ঋতুরাজ গায়কোয়াড, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ (অধিনায়ক, উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, উমরান মালিক।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর