ভোটের আগে বিরাট ধাক্কা! BJP-তে যোগ দিচ্ছেন শাসক দলের এই সাংসদ! শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে দলবদলের ধারা অব্যাহত! পশ্চিমবঙ্গের একাধিক হেভিওয়েট নেতা-বিধায়ক নির্বাচনের প্রাক্কালে ‘ফুলবদল’ করেছেন। কেউ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে (BJP), কেউ আবার বিজেপি ছেড়ে এসেছেন তৃণমূলে। ভিনরাজ্যেও দেখা গিয়েছে এই চিত্র। এবার যেমন শোনা গেল, শাসক দলের এক হেভিওয়েট সাংসদ গেরুয়া শিবিরে নাম লেখাতে চলেছেন!

জানা যাচ্ছে, আম আদমি পার্টির সাংসদ সুশীল রিঙ্কু (Sushil Kumar Rinku) ভোটের প্রাক্কালে বিজেপিতে যোগ দিতে চলেছেন। পাঞ্জাবের জলন্ধরের সাংসদ তিনি। এই খবর সত্যি হলে পাঞ্জাবের শাসক দল বড় ধাক্কা পেতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। সুশীলের তরফ থেকে এখনও দলবদলের বিষয়ে কোনও অফিশিয়াল বয়ান না এলেও, কানাঘুষো শোনা যাচ্ছে, শীঘ্রই গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন তিনি।

বলে রাখি, চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই পাঞ্জাবের ১৩টি আসনের মধ্যে ৮টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে শাসক দল AAP। এর মধ্যে জলন্ধরের বর্তমান সাংসদ সুশীল রিঙ্কুর নামও রয়েছে। এবার তিনি যদি দলবদল করেন, তাহলে আম আদমি পার্টির (Aam Aadmi Party) জন্য তা বড় ঝটকা হতে পারে বলে অনুমান।

আরও পড়ুনঃ কোভিডকালে মিথ্যে হিসেব দিয়েছিল রাজ্য সরকার! সব ‘প্রমাণ’ সামনে এনে এবার বোমা ফাটালেন শুভেন্দু

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকেও জলন্ধরের সাংসদের দলবদলের খবর সামনে এসেছিল। আসলে সম্প্রতি উনি অযোধ্যা এবং কাশী গিয়েছিলেন। এরপর থেকেই কানাঘুষো শোনা যেতে থাকে। যদিও সেই সময় সুশীল জানিয়েছিলেন, তিনি দলের প্রতি অনুগত। মাস শেষ হওয়ার আগে ফের একবার সামনে এল দলবদলের খবর।

sushil kumar rinku

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও দলবদলের একাধিক নজির দেখা গিয়েছে। শাসক দল তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা ‘ফুলবদল’ করেছেন। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন। আসন্ন ভোটে কলকাতা উত্তর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংও টিকিট না পেয়ে তৃণমূল ছাড়েন। চব্বিশের লোকসভা ভোটে ফের ব্যারাকপুর কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর