পাঞ্জাবের পর বাংলা দখলের যাত্রা শুরু করলো AAP, বীরভূমে উদ্বোধন করলো প্রথম দলীয় কার্যালয়

বাংলাহান্ট ডেস্ক : দুর্বার গতিতে এগোচ্ছে আম আদমি পার্টি (Aam Aaadmi Party)। রাজধানীতে ক্ষমতার অন্দরে থাকার পর কেজরিওয়ালের দলের এবার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বাংলা। এদিকে বাংলায় এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জেলায় জোরদার সংগঠন গড়ে তুলতে ময়দানে নেমে পড়েছে আম আদমি পার্টি। আপ ইতিমধ্যে একাধিক জেলায় বেশ কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পার্টি অফিস খুলে বসেছে। এবার বীরভূমেও আপের উপস্থিতি প্রকট হয়ে উঠলো। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বীরভূম জেলা আম আদমি পার্টির সভাপতি বিশ্বদীপ মিত্রের হাত ধরে পার্টি অফিসের উদ্বোধন করা হলো।

জানা গিয়েছে, রবিবার দিন নলহাটি মাঠকলিঠা গ্রামে এই অস্থায়ী পার্টি অফিসের সূচনা হয়েছে বলেই জানা গিয়েছে। জেলার জেলায় সংগঠন গড়ে তোলার পাশাপাশি আম আদমি পার্টির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস তৈরি করার জন্য এবং একই সঙ্গে সদস্যপথ গ্রহণের জন্য রীতিমতো জোর কদমে কাজ শুরু করেছে কেজরিওয়ালের দল। জেলার বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে পোস্টার, এমনকি মিসডকলের মাধ্যমেও সদস্য পদ গ্রহণ করার জন্য আবেদন জানানো হচ্ছে।

বাংলায় কেজরিওয়ালের দল সংগঠন স্থাপনের পথে প্রথম পদক্ষেপ রাখলেও সেই বিষয়টিকে নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য বলেন, “এর কোনও প্রভাব পড়বে না। বীরভূম জেলায় আম আদমি পার্টির কোনও অস্তিত্ব নাই। এটা অনুব্রত মণ্ডলের জেলা। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে জায়গা করে নিয়েছে।” এছাড়াও, বীরভূমে তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক দল প্রাসঙ্গিক নয় বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বাংলায় আপের অস্তিত্ব নিয়ে ভাবিত নয় গেরুয়া শিবির। বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, “আম আদমি পার্টি কেন, যে কোনও রাজনৈতিক দলই পার্টি অফিস খুলতে পারে। আম আদামি নিয়ে আমাদের কোনও মাথা ব্যথার কোনও কারণ নেই। তবে এই শাসক দলের প্রতি ধ্রুব সাহার কটাক্ষ, যারা ‘বাংলার মেয়ে’কে পাশে পাবেন ভেবে ভোট দিয়েছিলেন তারা এখন হাত কামড়াচ্ছেন।jpg 20220704 115312 0000

এদিকে, দলীয় কার্যালয় উদ্বোধনের পর বীরভূম জেলা আম আদমি পার্টির সভাপতি বিশ্বদীপ মিত্রের গলায় ফুটে ওঠে আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, “বীরভূম আমাদের প্রথম পার্টি অফিস উদ্বোধন করা হল। জনগনের ভালো সাড়া পেয়েছি বলে এখানে আমরা পার্টি অফিস উদ্বোধন করলাম।” আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি লড়াইয়ের ময়দানে নেমে ব্যালট বক্সে প্রভাব ফেলবে বলেই তার মত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি সঠিকভাবে কাজ করছে না মানুষের পাশে থাকছে না এমন কথা বলার পাশাপাশি তিনি জানান, “আমাদের একটাই উদ্দেশ্য হল লোকের কাছে পৌঁছে যাওয়া। এলাকার মানুষ চাইছে একটা ভালো দল আসুক, যারা কাজ করবে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর