বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে দিল্লি এবং পঞ্জাবের বুকে ক্ষমতায় বিরাজ করছে আম আদমি পার্টি (Aam Admi Party)। একইসঙ্গে গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় বসতে তৎপর তারা। ইতিমধ্যে একের পর এক জনসভা করে চলেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) থেকে শুরু করে অন্যান্য একাধিক নেতা মন্ত্রীরা। পাশাপাশি বাংলার দিকেও নজর রয়েছে তাদের। কলকাতার (Kolkata) পাশাপাশি এবার জেলাতেও দফতর খোলার উদ্যোগ নিল দল। গতকাল উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) জেলার দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য একাধিক ইস্যুতে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলি। আর এবার সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ল আম আদমি পার্টি। পুজোর আগে কলকাতায় দফতর উদ্বোধন করে তারা আর এবার ডানলপে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন আপ নেত্রী তুলিকা অধিকারী।
তিনি বলেন, “বাংলার প্রতিটি মানুষের কাছে দ্রুত পৌঁছে যাওয়াই হলো আমাদের উদ্দেশ্য। সেই কারণে জেলা জুড়ে দলীয় কার্যালয় তৈরি করা হয়ে চলেছে। এভাবে বাংলায় আমাদের দলের তরফ থেকে একের পর এক কাজের বিস্তার ঘটানো হবে।”
উল্লেখ্য, দুর্গাপুজোর ঠিক আগে একইভাবে কলকাতায় দলীয় রাজ্য দফতর উদ্বোধন করে আম আদমি পার্টি। এক্ষেত্রে দলের সংগঠনের পাশাপাশি অন্যান্য একাধিক বিষয়ে উন্নতি সাধন করার লক্ষ্যে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন সঞ্জয় বসু। আম আদমি পার্টির বিস্তার প্রসঙ্গে সেই মুহূর্তে তিনি বলেন, “আমরা ধীরে ধীরে বাংলায় সংগঠন তৈরি করে চলেছি। তবে এক্ষেত্রে অনেক মানুষ রয়েছেন, যারা আমাদের দলের সঙ্গে যোগ দিতে চান। কিন্তু একটা রাজ্য দফতর না থাকায় অনেক অসুবিধা সৃষ্টি হচ্ছে। সেই উদ্দেশ্যেই এবার কলকাতায় কার্যালয় উদ্বোধন করা হলো।”
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট আসন্ন। এর আগে বাংলায় নিজেদের সংগঠনকে মজবুত করতে মরিয়া প্রতিটি বিরোধী দল আর সেই লক্ষ্যেই এবার ঝাঁপাতে চলেছে আম আদমি পার্টি। বিশেষজ্ঞদের মতে, দিল্লি এবং পঞ্জাবে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য দ্রব্যমূল্য বৃদ্ধি এবং অন্যান্য একাধিক ইস্যুকে কেন্দ্র করে ক্ষমতায় আসেন অরবিন্দ কেজরিওয়াল, ঠিক একই ভাবে রাজ্যেও দুর্নীতি ইস্যুর পাশাপাশি এ সকল বিষয়কে সামনে এনে লড়াই করতে চলেছে তারা।