শত চেষ্টা করেও অসফল! ১৫ বছর ক্ষমতাসীন বিজেপিকে হারাল AAP, নতুন মেয়র পেল দিল্লি

বাংলা হান্ট ডেস্ক : ফের হার গেরুয়া শিবিরের। দিল্লি পুরনগিমের মেয়র নির্বাচন (Delhi Mayor Election) নিয়ে বিজেপি (BJP) ও আপের দ্বন্দ্বের ফায়সালা হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শীর্ষ আদালেত বড় জয় পেল আম আদমি পার্টি (AAP)। বিচারপতিরা জানান, মেয়র নির্বাচনে উপরাজ্যপাল মনোনীত পুরসভার সদস্যরা ভোট দিতে পারবেন না।

আজ বুধবার সুষ্ঠুভাবেই সম্পন্ন হল নির্বাচন। দিল্লির পুরনিগমের নতুন মেয়র হলেন আপ প্রার্থী শেলি ওবেরয়। সংবাদমাধ্যম সূত্রে খবর ৩৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আপ প্রার্থী শেলি। এর জেরে খুশির হাওয়া ঝাড়ু শিবিরে।

গত ডিসেম্বর মাসে ১৫ বছরের বিজেপি-রাজের অবসান ঘটিয়ে দিল্লি পুরনিগমের ক্ষমতা দখল করে আপ। ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ম্যাজিক ফিগার পেরিয়ে ১৩৪টি আসনে জয়ী হয় কেজরিওয়ালের দল। বিজেপি (BJP) জেতে ১০৪টি আসনে। কিন্তু এরপর সমস্যা সৃষ্টি হয় মেয়র নির্বাচনকে কেন্দ্র করে। নিয়ে জট তৈরি হয়। গত দু’মাসে মোট তিনবার মেয়র নির্বাচন বানচাল হয়ে যায়। আপ বিজেপির ‘চক্রান্তে’র অভিযোগ তোলে। তাদের অভিযোগ, যে কোনও উপায়ে দিল্লি পুরসভার দখলে রাখতে নিজেদের প্রার্থীকে মেয়র পদে বসাতে চাইতে বিজেপি।

অবশ্য শেষ রক্ষা হলনা পদ্ম শিবিরের। দিল্লি পুরনগিমের মেয়র নির্বাচিত হলেন আপ নেত্রী শেলি ওবেরয়। তিনি পেয়েছেন ১৫০টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী পেয়েছেন ১১৬টি ভোট। নির্বাচনের ফলাফল সামনে আসতেই উৎসব শুরু করেন আপ সমর্থকরা। আবির নিয়ে চলে সেলিব্রেশন। দীর্ঘ লড়াইয়ের পর মেয়র নির্বাচনে জয় পাওয়ার আপ নেতৃত্বের দাবি বলছে, বিজেপির ষড়যন্ত্র করেও বিজেপির কোনও লাভ হল না।

ডিসেম্বরের পুরভোটে ২৫০ আসনের দিল্লি পুরনিগমে ১৩৪টি ওয়ার্ডে জেতে কেজরীওয়ালের আপ। ক্ষমতাসীন বিজেপির ভাগ্যে জোটে ১০৪টি আসন। ৯টি ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থীরা। দিল্লির মেয়র নির্বাচনে সেখানকার রাজ্যসভার ৩ জন ও লোকসভার ৭ জন সাংসদ এবং ১৪ জন বিধায়কেরও ভোটাধিকার রয়েছে।


Sudipto

সম্পর্কিত খবর