বিচ্ছেদ ঘোষনার পরেও লাদাখে একসঙ্গে থাকছেন, নাচ-গান, টেবিল টেনিস খেলছেন আমির-কিরণ!

বাংলাহান্ট ডেস্ক: চলতি মাসের শুরুতেই কিরণ রাওয়ের (kiran rao) সঙ্গে দীর্ঘ ১৫ বছরের দাম্পত‍্য জীবনের অবসানের ঘোষনা করেছিলেন আমির খান (aamir khan)। যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন বিচ্ছেদের পরেও ছেলে আজাদকে তাঁরা একসঙ্গেই মানুষ করবেন। পানি ফাউন্ডেশনের দায়িত্বও একত্রে সামলাবেন। তবে এখন দেখা যাচ্ছে যা যা বলেছিলেন তার থেকেও অনেক কিছুই বেশি করছেন আমির কিরণ।

এই মুহূর্তে ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন‍্য লাদাখে রয়েছেন আমির। সঙ্গে রয়েছেন স্ত্রী কিরণ ও ছেলে আজাদও। ছবির টিমের কার্যকলাপের দৃশ‍্য মাঝে মাঝেই উঠে আসে নেটমাধ‍্যমে। সম্প্রতি কিছু ছবি প্রকাশ‍্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একসঙ্গে টেবিল টেনিস খেলছেন আমির কিরণ। জানা গিয়েছে ছবির টিমের তরফে নাকি সম্প্রতি একটি টেবিল টেনিস টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে আমির কিরণ ছাড়াও ছোটরাও অংশ নিয়েছিল।

AMIR KIRAN2
এছাড়াও শুটিংয়ের ফাঁকে লাদাখি পোশাক পরে স্থানীয়দের থেকে লোকনৃত‍্য শিখতেও দেখা গিয়েছিল আমির কিরণকে। সেই ভিডিও সোশ‍্যাল মিডিয়ার দৌলতে দেখেছে বহু মানুষ। ছোটদের সঙ্গে তাঁরই অভিনীত ছবি ‘অল ইজ ওয়েল’ এর গানে মন খুলে নাচতেও দেখা গিয়েছে আমিরকে। বেশ ভাইরাল হয়েছিল ভিডিও, ছবিগুলি। প্রতিটি ছবিতেই হাসিমুখে দেখা গিয়েছে আমির কিরণকে।

AMIR KIRAN3
কিছুদিন আগেই লাল সিং চাড্ডার টিমের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন‍্য। লাদাখে আপাতত ছবির শেষ অংশের শুটিং করছেন তাঁরা। শুটিংয়ের স্থান থেকে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিতে আমিরের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী  কিরণ রাওকেও দেখা গিয়েছিল। এই ভাইরাল ছবি, ভিডিওগুলি দেখে নেটিজেনদের প্রশ্ন, এ কেমন বিচ্ছেদ?

https://www.instagram.com/p/CRUAPeagJEp/?utm_medium=copy_link

Niranjana Nag

সম্পর্কিত খবর